ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি সামুতে লক্ষাধিক ব্লগার ব্লগিং করেন। অনেক ব্লগার সেফ হতে পারেন না দেখে লেখাই ছেড়ে দেন। আবার অনেক ব্লগার সেফ হওয়ার পরও প্রথম পাতায় পোষ্ট দিতে পারেন না! যা হোক, সামুর প্রথম পাতার দশা দেখলে কেউই বিশ্বাস করবে না সামুতে অনেক ব্লগারই শুরুর সময় থেকে মেলা দেন ওয়াচে ছিলেন এমনকি আছেন। মিনিটে ৬০ কিমি বেগে প্রায় সময়ই পোষ্ট আসতে থাকে। তবে প্রথম পাতায় কিছু পোষ্ট আসে যা দেখলে মন মিজাজ খারাপ থাকলেও ভালা হইয়া যায়।
কি কি পুষ্ট দেখলে মন মিজাজ ভাল হইতে বাধ্য তা কইতাছি।
১। পিটিসি থেকে আয়ঃ পিটিসি সম্পর্কিত কোন পুষ্ট দেখলে মন ভালা হইয়া যায়। পিটিসি থেকে কেমনে আয় হইব তার লিঙ্ক দেওয়া থাকলে আরও ভালা লাগে। বেশিরভাগক্ষেত্রেই এইসব পোষ্ট দুই-এক লাইনে শেষ হয়ে যায়।
তবে পিটিসি জিনিসটা কি ও এইটাই আমি এখনও বুঝি নাই। আমারে কইষা মাইনাস।
২। মোবাইলে ব্যালান্স পাওয়াঃ অনেকেই মনে করেন কোন ওয়েবসাইটে ঢুকে কিছুক্ষণ ক্লিক করলেই টাকা পাওয়া যায়। তাই অন্যদের যাতে উপকার হয় সেজন্য তারা তা পোষ্ট আকারে দেন।
এসব পোষ্ট অনেক ভালা পাই। তয় টাকা কেমনে দিব বা কেন দিব এগুলো এখনও বুঝি না আর ওইসব সাইট ভিসিট করি না দেইখা আমাকে মাইনাস।
৩। রিপোষ্টঃ রিপোষ্ট জিনিসটা খুবই ইন্টারেস্টিং! প্রথম পাতায় পোষ্ট থাকার জন্য অনেকে রিপোষ্ট করেন। এইসব রিপোষ্ট গুলাও অনেক ভালা পাই।
রাত ১টার পর হচ্ছে রিপোষ্টের উপযুক্ত সময়। অনেকেই বলেন, ব্লগের অফ-পিক আওয়ারে রিপোষ্ট দেওয়া দরকার। তবে আমি মনে করি প্রত্যেকটি পোষ্টই আধাঘন্টা পরপর রিপোষ্ট দেওয়া দরকার। কারণ মাল্টি সহ লক্ষাধিক ব্লগারতো আর সব সময় অন-লাইন থাকেন না! তাই আধা ঘন্টা পর পর রিপোষ্ট দিলে সবাই দেখতে পারবে। আমি এখনও রিপোষ্ট দেই নাই।
আমাকে কইষা মাইনাস।
৪। কপি-পেষ্ট পোষ্টঃ অনেকেই বিভিন্ন পত্রিকার অথবা ব্লগের কোন খবর কোন প্রকার বিশ্লেষণ ছাড়াই সরাসরি কন্ট্রোল সি টিপে কপি করে কন্ট্রোল ভি লিখে পেষ্ট করেন। কপি পেষ্ট ভাল কথা, তবে নিজের কোন কথাই থাকবে না এটা কেমন কথা। তবে বিন্দুমাত্র বিশ্লেষণ ছাড়া প্রথম পাতার এসব কপি-পেষ্ট পুষ্ট আমার অনেক পিরিয়।
তয় আমি এখনো কপি-পেষ্ট করতে পারি নাই। আফসুস।
৫। শুধু লিঙ্ক দেয়া পোষ্টঃ এসব পোষ্টে কিছুই থাকে না। এমনকি কপি-পেষ্টও না।
এসব পোষ্টে সরাসরি কোন ঘটনার লিঙ্ক দেয়া থাকে। এসব লিঙ্কও আমার অনেক ভাল লাগে। তবে দেওয়ার মত এরকম কোন লিঙ্ক পাই নাই তাই আমাকে মাইনাস।
পরিশিষ্টঃ উপরের ৫ ধরনের পোষ্ট দুই-একবার দেওয়া ভাল তবে ক্রমাগত দিতে থাকলে অনেক সৃজনশীল ব্লগারের পোষ্ট খুব দ্রুত প্রথম পাতা থেকে চলে যায়। তুলনামূলক কম জনপ্রিয় কিন্তু সৃজনশীল এসব লেখকদের লেখা হয়ত পরে আর পড়ে দেখা হয় না।
তাই এধরনের পোষ্ট একটু কম দেওয়াই মনে হয় ভাল।
অনেক পিচ্চি হয়ে বেশী বড় কথা বলে ফেললাম। সবাই অনেক অনেক ভাল থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।