আমাদের কথা খুঁজে নিন

   

সামির বালিং তোপে গুড়িয়ে গেল ঢাকা গ্ল্যাডিয়েটরস

মানুষ মানুষের জন্য জি.এম সৈকত : পেসার মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিংয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে গুড়িয়ে দিয়েছে দুরন্ত রাজশাহী। যতটা সোজা মনে করা হয়েছিল ম্যাচটাকে, ততটাই জটিল করে জিতল দুরন্ত রাজশাহী। ঢাকা গ্ল্যাডিয়েটরসের বেঁধে দেওয়া মামুলি ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকতে ধুঁকতেই ম্যাচটা জিতেছে বিপিএলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা দুরন্ত রাজশাহী। শন আরভিনের ২৭ ও অধিনায়ক অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং চরম বিপর্যয়কর পরিস্থিতি থেকেও ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে রাজশাহীর। ৪০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

মাশরাফি, ইলিয়াস সানি ও রানা নাভেদ প্রত্যেকেই দুটি করে উইকেট দখল করেন। তবে শুরুটা কিন্তু ভালোই ছিল দুরন্ত রাজশাহীর। জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে ছিল খুনে আমেজ। ছক্কা দিয়েই শুরু করেছিলেন নিজের ইনিংস। সঙ্গে ইনফর্ম শাহজাইব আহমেদ তো ছিলেনই।

কিন্তু রাজশাহীর ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বদলে গেল সবকিছু। মাশরাফির দারুণ একটি বলে বোল্ড হন জুনায়েদ। এর কিছু পরই বাজেভাবে বোল্ড হন মারলন স্যামুয়েলস। একে একে ফিরে যান শাহজাইব, আরভিন, সাব্বির। মুশফিকুর রহিমের সঙ্গে কিছুটা হাল ধরেছিলেন কানাডীয় রিজওয়ান চিমা।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি। মাশরাফির বলে পোলার্ডের হাতে ধরা পড়ে ফিরে যান তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গ্ল্যাডিয়েটরস। সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৬ রানে। মোহাম্মদ সামি ঢাকাকে সামনে পেয়ে জ্বলে ওঠেন আরও একবার।

মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ঢাকাকে একপ্রকার গুড়িয়েই দেন তিনি। তবে ড্যারেন স্টিভেন্সের ব্যাটিংয়ে শুরুর চাপ অনেকটাই কাটিয়ে ওঠে গ্ল্যাডিয়েটরস। স্যামুয়েলসের বলে তাকে তালুবন্দী করেন জুনায়েদ সিদ্দিকী। ১৬ বলে ছয়টি চারের সাহায্যে ২৮ করেন স্টিভেন্স। তবে পেসার মোহাম্মদ সামির তোপে পড়ে দলের রান ৭৬ এ পৌঁছতেই নাজিমউদ্দিন (২৬) কিরণ পোলার্ড (১১) ও আনামুল হকের (০) উইকেট হারায় ঢাকা।

দলীয় ১০৩ রানে সপ্তম উইকেটের পতন হয়। তাজুল ইসলামের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন মেহরাব হোসেন জুনিয়র (১০)। ১৯তম ওভারের প্রথম দুই বলে মোহাম্মদ আশরাফুল (২৩) ও ইলিয়াস সানিকে (০) বোল্ড করে ঢাকার ইনিংস গুটিয়ে দেন সামি। এর আগে মাশরাফিকে একইভাবে সাজঘর দেখিয়ে দেন মারলন স্যামুয়েলস। আজকের ম্যাচে হেরে গেলেও সেমিফাইনাল অবশ্য নিশ্চিত হয়ে গেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের।

১১৬ রানকে রাজশাহী যদি ১৫ ওভার ২ বলে টপকে যেতে পারত, তাহলে ঢাকা বাদ পড়ে যেত। ভাগ্য খুলে যেত চিটাগং কিংসের। কিন্তু রাজশাহী চিটাগংয়ের জন্য সেই ঝুঁকি নেয়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.