আমাদের কথা খুঁজে নিন

   

সামির নাসরি-করিম বেঞ্জামা ছাড়া ফ্রান্স দল, যেন পোড়া প্রাসাদ!

^^^^^^^^^

আর্সেনালের খেলায় মিডফিল্ডে যে খেলোয়াড়টির নাম সবচেয়ে বেশি শোনা যায় সম্ভবতঃ সে সামির নাসরি। আর রিয়েল মাদ্রিদের আক্রমণভাগের নিয়মিত খেলোয়াড় কারিম বেঞ্জামা। কোন এক অদৃশ্য কারনে দু’জনই ফ্রান্স-২০১০ বিশ্বকাপ দলের চুড়ান্ত তালিকায় নেই। নেই লাসানা দিয়ারা, প্যাট্রিক ভিয়েরা। ফুটবলে টেকটিসিয়ানদের সিদ্ধান্তই অনেক সময় দলের সবকিছু, সেজন্য হয়তো ব্যর্থ হলে সব দায়িত্ব রেমন্ড ডমেনেখ কেই নিতে হবে।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দলটাকে খুব ছন্নছাড়া লাগছে। প্রিমিয়ার লীগ আর লা-লীগার কয়েকজন তারকা খেলোয়াড় ছাড়া দলটাতে ফরাসি লীগের খেলোয়াড়েরই আধিক্য। মাঠের খেলার সাথে সাথে তারকা খ্যাতিরও একটা প্রভাব সবসময় থাকে, এবারের ফ্রান্স দলটাতে অন্যান্য কাপ জয়ীদের তূলনায়(উরুগুয়ে ছাড়া) তারকা খেলোয়াড় কমই বলতে হয়। গোলের সামনে হুগো লরিস (লিও), স্টিভ মানদানদা (মার্সেই) আর কার্ডিক কারাসো (বোর্দো) আপাততঃ কাউকেই তেমন চেনা লাগছেনা। ডিফেন্সে এভরা, গালাস, আবিদাল তিন ক্লাবের তিন তারকা খেলোয়াড়।

তাদের সাথে ব্যাকারি স্যাগনা(আর্সেনাল), স্কুইলাসি(সেভিয়া), মার্ক প্লানুস(বোর্দো), গেল ক্লিচি(আর্সেনাল) আর এন্থনি রেভেইলে(লিও)। মিডফিল্ডে ফ্রাংক রিবেরি(বায়ার্ন মিউনিক), এলোই দিয়ারা(বোর্দো), মালুদা(চেলসি), জেরেমি তুলালান(লিও), ইয়োয়ান যুরকাফ(বোর্দো) এবং আবু দিয়েবি(আর্সেনাল)। স্টাইকার অঁরি, এনেলকা, সিসে সাথে সিডনি গোভু(লিও), আন্দ্রে পিয়েরে গিগন্যাক(তুলুস) আর ম্যাথিও ভালবিনা(মার্সেই)। ফ্রান্স যদি ফরোয়ার্ড লাইনে কোন সমস্যায় পড়ে তবে রিপলেসমেন্ট পাওয়া দুরুহ হয়ে উঠবে ডমেনেখের জন্য। বেঞ্জামার মত ক্ষিপ্র, পাওয়ার শুটার একজন খেলোয়ারের অভাব বোধ করবে তখনি।

আর মিডফিল্ডে সামির নাসরি কে সমর্থকরা মিস করবে হয়তো ডমেনেখও, যদি অখ্যাতরা কাজের কাজ করতে না পারে। লাস’ও (লাসানা দিয়ারা) থাকতে পারত মাঝমাঠে। কে জানে, হয়তো দলে ভিন্ন নামের খেলোয়াড় বেশি হয়ে যাচ্ছিল বলেই ইমিগ্রেন্টদের রাখা হয়নি, যাতে লোকে বলতে না পারে ফ্রান্স ইমিগ্রেন্টদের দল। আর যদি ক'দিন আগের নারি কেলেংকারি বেঞ্জামাকে দলে না রাখার কারণ হয় তবে একি দোষে দোষী রিবেরি তো দলে আছে। দেখা যাক এই দল নিয়ে ফ্রান্স কি করতে পারে, তবে ভক্তরা বাদ পড়াদের মিস করবে।

বিশেষ করে করিম বেঞ্জামা আর সামির নাসরি কে। দেখুন গোল.কম এর ভোট কি বলে.... বিশ্বকাপকে সামনে রেখে আমার অন্য পোস্ট গুলো..... এডিন জেকো (Edin Džeko), বিশ্বকাপ যাকে মিস করবে! ইতালি কেন কাপ জিতে অথবা জিতবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.