আমাদের কথা খুঁজে নিন

   

সামির ছন্দে ভারতের ইনিংস জয়

ওয়েস্ট ইন্ডিজ কাল ১ উইকেটে ১০১ রান থেকে ১৬৮ রান করতেই অলআউট। ফলটাও তাই অপ্রত্যাশিত নয়, ইনিংস ও ৫১ রানে পরাজয়। শচীন টেন্ডুলকারের বিদায়ী সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনে ক্যারিবীয়দের বড় ব্যবধানে হারিয়ে ১-০-তে এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির ভারত। সকালে রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি দিয়ে শুরু, এরপর পেসার মোহাম্মদ সামির বিধ্বংসী বোলিং। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন অশ্বিন, আর সামি অভিষেক ম্যাচেই ৯ উইকেট নিয়ে ম্যাচটি নিজের করে নিলেন।

দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি অশ্বিন তার স্পিনেও আলো ছড়িয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটসহ ম্যাচে মোট ৫ উইকেট নিয়েছেন এই পেসার। এর পরেও এ দুজনের কেউই ম্যাচের সেরা হতে পারেননি। অভিষেক টেস্টে ১৭৭ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা জিতে নিয়েছেন রোহিত শর্মা। টেন্ডুলকারের ম্যাচে নায়ক তিন তরুণ।

সেঞ্চুরির পাশাপাশি আবারও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব লাভ করেন অশ্বিন। এর আগে গতকাল সকালে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৭৭ রানে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। অশ্বিনও ১২৪ রানে আউট হয়ে যান। ভারতের ইনিংস থামে ৪৫৩ রানে। ২১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু বেশি দূর যেতে পারেনি। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানেই। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল ২৩৪ রানে।

কাল দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের শেষ ৯ ব্যাটসম্যান আউট হয়েছেন ২৩.৩ ওভার খেলে। দ্বিতীয় উইকেট জুটিতে কাইরন পাওয়েল ও ড্যারেন ব্রাভোর ৬৮ রান ছাড়া আর কোনো বড় জুটিই হয়নি।

নতুন বলে স্পিনারদের মোকাবিলাই করতে পারেননি ক্যারিবীয়রা। শেষ দিকে ব্যাটসম্যানেরা যেন যাওয়া-আসার প্রতিযোগিতায় নেমেছিলেন। আর সে কারণে তিন দিনেই শেষ হয়ে যায় কলকাতা টেস্ট। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের পরও ক্যারিবীয় স্পিনার শিলিংফোর্ড একাই নিয়েছেন ৬ উইকেট। উইকেটে অতিরিক্ত টার্ন না থাকলেও ব্যাট করা সহজ ছিল না বলে জানিয়েছেন অশ্বিন।

'দ্রুত উইকেট পতনের পর যখন ব্যাট হাতে নামি, আমার একটাই চিন্তা ছিল কীভাবে উইকেটে বেশিক্ষণ টিকে থাকা যায়। শিলিংফোর্ডের বিপরীতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রক্ষণাত্দক খেলতে। তবে আমি ব্যাটিং উপভোগ করেছি। রোহিতের ব্যাটিং আমার খুবই ভালো লেগেছে। আর বোলিং করার সময় আমি শুধু চেষ্টা করেছি লাইন লেন্থ ঠিক রাখতে।

সব মিলে ভালোই লাগছে। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.