ভিন্ন দৃষ্টি
সাইফ সামির মাস্ট রিড পোস্ট: পুরুষের প্রজনন ক্ষমতা লেখার ফলোআপ এই লেখাটি।
Click This Link
এমন একটা গুরুত্বপূর্ন ও সময়োপযোগী বিষয় তুলে ধরার জন্য সাইফ সামিরকে ধন্যবাদ। তবে আপনার লেখায় কিছুটা অস্পষ্টতা রয়েছে এবং সবার মত আমিও বলব 'পৌরুষহীন আর প্রজনন ক্ষমতাহীন' এক বিষয় নয়। আর যদি আপনি এদের প্রতিশব্দ হিসেবেই ব্যবহার করে থাকেন তাহলে আপনি বোধ করি 'সেক্সুয়াল ডিস্ কন্টেন্ট' বিষয়টাকে বিবেচনায় আনছেন না। যদি তাই হয় তাহলে আবার ইতিহাস ভিন্ন।
যা হোক, যে যেভাবেই নিন না কেন, বিয়ের প্রথম ও প্রধান উদ্দেশ্য সূস্থ শারিরীক সম্পর্ক স্থাপন ও প্রজননের মাধ্যমে প্রকৃতিতে মানবজাতীর এক্সিস্ট্যান্স নিশ্চিত করা। এটা হল 'দি হার্ড ট্রুথ'। এই সম্পর্ক দীর্ঘ সময় টিকিয়ে রাখার জন্য শারিরীক তৃপ্তি বিষয়টির অবতারনা। দু'টি বিষয়ই একটি সূস্থ বৈবাহিক সম্পর্কের জন্য অতিব গুরুত্বপূর্ন বিষয়। সুতরাং এই দুটোর যে কোনটির অনুপস্থিতিতেই যে কোন পক্ষ বা দু পক্ষই বিচ্ছেদ বা অন্য যে কোন প্রকার সমাধানের জন্য পদক্ষেপ নিতে পারেন।
এ বিষয়ে ইসলাম ধর্মে ও বাংলাদেশের বিবাহ ও পারিবারিক আইনে সু-স্পষ্ট কিছু নির্দেশনা রয়েছে। অচিরেই এ বিষয়ে বিস্তারীত একটি লেখা তুলে ধরব বলে আশা করছি।
আমাদের সমাজ ব্যবস্থায় কুশিক্ষিত কাঠ মোল্লাদের দৃঢ় অবস্থানের কারনে শুধুমাত্র মেয়েদেরকেই এ জাতীয় কথা শুনতে হয়। এক্ষেত্রে মেয়েরা পরনির্ভরশীলতা কমিয়ে ইন্ডিভিজুয়ালিজম (এ বিষয়ে বিষদ পরে লিখব) প্রাক্টিসটা বাড়াতে থাকলে হয়তো কোন এক সময় ব্যাপারটা থেমে যাবে বা কমে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।