This is very unlikely of me, but I am going to venture out in this "unlikely of me" venture just to restore a relationship of mutual trust and respect beyond "egoistic" trips that we might have had thus far.
সাইফ সামির, এক দিন পেলাম "তুলনামুমক ভাবে পরমত সহনশীল" আর তার পরের দিনই আমাকে দিলেন আপনার ব্লগে ব্লক করে! বুঝতেই পারলাম না।
সহনশীলতা কি শুধুই অন্যদের একটা গুন হিসেবে থাকবে, নাকি সবার ই এই গুন না থাকলে আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে? আপনিই বলেন।
তবে, আপনি যদি মনে করেন আপনার ব্লগে শুধু আপনিই এবং আপনার মতাবলম্বি কিছু লোকেরাই আমন্ত্রিত, সেই ক্ষেত্রে ব্যপারটা আপনার উপর। তবে, যদি আমাকে বলেন, আমি বলবো - ভিন্ন মত আছে বলেই আমি এখানে লিখি বা আলোচনায় অংশ নেই। আমার মত চিন্তার মানুষ পেতে চাইলে আমি এখানে আর আসতাম না...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।