আমি কাল্পনিক তবে অবাস্তব নই, আমি দুঃখকে কল্পনার সুখে রূপান্তর করি...... বই পড়ি অনেক আগে থেকেই, সেই স্কুল জীবনে। পাঠ্য বইয়ের চেয়ে এমনি বই মনে হয় বেশি পড়েছি। আম্মু বকা দিবে বলে পাঠ্যবইয়ের মাঝে লুকিয়ে তিন গোয়েন্দা পড়া থেকে শুরু। এরপর মাসুদ রানা, রহস্য পত্রিকা, কিশোর সাহিত্য, রম্য, গল্প, কবিতা, উপন্যাস. . . এভাবেই চলতে থাকে। পাঠক হিসেবে নেহাত খারাপ নই।
সর্বভুক পাঠক বলতে পারেন। সময় পেলেই বই নিয়ে বসে যাই। আর পড়ার নেশা থেকেই ফেসবুকের বিভিন্ন পেজ খুজে খুজে গল্প কবিতা পড়ি।
ফেবু থেকেই একসময় সামুর লিংক পাই। সামুর লিংক পাওয়ার পর একটা কথাই মনে হল- আমি এতদিন কই আছিলাম??
এরপর শুরু হয় সামুতে ঘুরাঘুরি।
দৈনিক কয়েক ঘণ্টা করে পড়ে থাকা সামুতে। আর খুজে খুজে ছোট গল্প গুলা পরতাম। যদিও সামুর বেশিরভাগ লেখাই ছোট গল্প। সাহিত্যের মাপকাঠিতে হয়তবা এসব লেখার কিছু ত্রুটি ধরার চেষ্টা করবেন বড় বড় সাহিত্যিকগন। কিন্তু আমার কাছে কোন ত্রুটি আছে বলে মনে হয়না।
লেখার মুল বিষয় উপস্থাপনটা সুন্দর হলেই আমার কাছে ভালো লাগে।
আর কারো কারো লেখা এতো মনমুগ্ধকর লাগে যে বলার বাইরে। তাদের লেখার এই গুনটা সৃষ্টিকর্তা প্রদত্ত। এই গুনটা দেয়ার ক্ষেত্রে সৃষ্টিকর্তা মনে হয় আমার সাথে একটু বেশিই কৃপণতা করেছেন।
যাইহোক,
ইচ্ছে ছিল এভাবে ভিজিটর হয়েই থাকব।
আবার মনে হল নাহ একটা একাউন্ট খুলি ভালোলাগা মন্তব্যটুকু তো দিতে পারব।
কিন্তু একি??
সামুতে যে জেনারেল/সেইফ না হলে মন্তব্য করা যায়না।
সেইফ হইতে হলে পোস্ট করতে হবে।
কিন্তু কি পোস্ট দিমু??? এতো বাঘা বাঘা লেখকের ভীরে লেখার নুন্যতম যোগ্যতাও আমার নাই।
বিভিন্ন লেখা পড়ে মাঝে মাঝেই লিখতে ইচ্ছা করত।
কিছু ব্যার্থ চেষ্টাও করেছিলাম লিখতে (অখাদ্য)।
সেই অখাদ্য গুলাকে গুছিয়ে লিখে ফেবুতে পোস্ট করতে যে মানুষটি আমাকে সাহস ও উৎসাহ যুগিয়েছেন, তিনি আমাদের সবার প্রিয় দাইফ ভাইয়া। তার কাছ থেকে প্রাপ্য সাহস নিয়েই আবার নতুন করে লিখছি। এইজন্য কখনো কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি তার কাছে। কখনো করবও না।
ভালোবাসার মানুষদের কাছে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়না। এতে ভালোবাসায় ঘাটতি পরার সম্ভাবনা থাকে (এইটা আমার ব্যাক্তিগত অভিমত)
আমার সেই ফেবুর অখাদ্যগুলার কিছু সামুতে পোস্ট করার বদৌলতে ৩ মাস ৪ সপ্তাহ পর অবশেষে সেইফ হলাম।
হ্যাপি ব্লগিং . . . . . . . . .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।