আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নচারী পথিকের আত্নকথন [একান্তই ব্যাক্তিগত কিছু অনুভূতি, ১৮+ হতেও পারে]

আমি একজন কল্পবিলাসী মানুষ । জীবনের বন্ধুর পথে হেটে চলেছি লক্ষ্যে পৌঁছাবো বলে । এ পথচলায় আমার স্বপ্নগুলোই আমার প্রেরণা । পথের সঙ্গী হিসেবে আছে আমার গিটার । স্বপ্নগুলোকে গিটারের ছয়টি তারে বাঁধার চেষ্টার জীবন কেটে যাচ্ছে............ পথিক আজকে ২০১২ কে বিদায় জানাতে যাচ্ছে ।

অথচ তার একটুও কষ্ট হচ্ছে না। আশ্চর্য ! গতবার থার্টি ফার্স্ট নাইটের এত আনন্দের মাঝেও ২০১১ কে বিদায় জানাতে গিয়ে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল । তার মনে হচ্ছিল সে যে কোন সময় কেঁদে ফেলবে । কিন্তু পথিক তো এত আবেগপ্রবণ ছেলে না । জীবনের কোন কষ্টকেই সে পরোয়া করতে শেখেধি ।

যে ছেলে প্রেমে পড়লে লুতুপুতু গান না শুনে ডেথ মেটাল আর ব্ল্যাক মেটাল শুনে সে ছেলে এমন একটা বিষয় নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল কিভাবে ? ২০১১ কি তার জন্য এতই বিশেষ ছিল? আসলে ২০১১ তে সে নিজেকে চিনেছে, পৃথিবীকে চিনেছে, মানুষকে চিনেছে । নিতান্ত সাধারণ একটা ছেলে ২০১১ তে এসে বর্তমান স্বপ্নচারী পথিকে পরিণত হয়েছে । তবে ২০১১ তে তার জীবনের অন্ধকার একটা দিক আছে । অন্ধকার পৃথিবীর একজন সদস্য সে পুরোপুরিভাবে হয়েছে ২০১১ তেই । তবুও ২০১১ তে সে জীবনে সবচেয়ে বেশি আনন্দ করেছে ।

তাই সেদিন পথিক বারবার বলছিল, "২০১১ আমি তোমাকে সারাজীবন মনে রাখব । ব্রায়ান এডামস্ এর সামার অফ সিক্সটি নাইন গানে যেভাবে ১৯৬৯ এসেছে সেভাবে আমার জীবনে প্রতিটি স্মৃতিতে তুমি উঠে আসবে"। ২০১১ ছিল পথিকের জীবনের সেরা সময় । তবে ২০১২-ও তার জীবনে কম গুরুত্বপূর্ণ নয় । ২০১২ হল তার জীবনের টার্নিং পয়েন্ট ।

২০১২ তাকে শিখিয়েছে অন্ধকার জগত্‍ থেকে দূরে থেকে জীবনে উপভোগ করতে । ২০১২ তাকে অনেক কিছু দিয়েছে তবে কেড়ে নিয়েছে আরো বেশি । হারানো আর পাওয়ার মধ্যে দিয়ে ভারী হয়েছে অভিজ্ঞতার ঝুলি । ২০১২ তার দৃষ্টিভঙ্গি আর চিন্তাধারাতে পরিবর্তন এনেছে । কবিতা লেখা শিখেছে সে ।

জীবনের সব অনুভুতি সে খুঁজে পেয়েছে গিটারের মাঝে । পরিবর্তন এসেছে তার স্বপ্নে । ২০১২ তে সে তার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পেরেছে । ২০১২ তাকে প্রেরণা যুগিয়েছে সব ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার । তাই সে ২০১২ কে পিছনে ফেলে যেতে চাইছে ২০১৩ তে ।

আর আশা করছে ২০১৩ তার জীবনে ২০১১ হয়ে ফিরে আসুক । নতুন বছরে তার একমাত্র চাওয়া - ২০১৩ তে যেন তার স্বপ্নগুলো পূর্ণতা পায়..... {৩১ ডিসেম্বর রাতে সামুর সার্ভার ডাউন থাকায় পোস্টটি আজকে দিতে হল} ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।