শানিত কর সংস্কৃতির চেতনায়
বাইবেল হচ্ছে ঈশায়ি মসিহ বা ঈশা বা যিশু খ্রীষ্ট’র উপরে নাজিল চার মহা গ্রন্থের একটি। ঈশ্বর এটা নাজিল করেছেন। কোন সমস্যা নেই। তবে বর্তমান ইসলামিক তাত্ত্বিক বেত্তারা বলেন, এটা যীশুর মৃত্যূর পরে তার অনুসারিদের লেখা গ্রন্থ। মানে মূল নাজিল করা কেতাব এখন অবিকৃত অবস্থায় নেই।
আরও আছে এটা ভ্যাটিক্যান বা পোপগুরুদের কাছ থেকেও সংস্কার হয়েছে। ভালো কথা। কিন্তু তুরস্কে আবিস্কৃত একটি বাইবেলে উল্লিখিত অংশ হঠাৎ করে একটি বাণী খুব নাড়া দিয়েছে মুসলিম বিশ্বাসিদের কাছে। তাহলে আমরা ধরে নিতে ওই কিতাবে যা আছে সবাই তাই বিশ্বাস করেন। তাহলে আমরা এটা বিশ্বাস করছি যে ঈশা বা যীশু আল্লাহর পুত্র এটা ঠিক।
কারণ ওই গ্রন্থে বা কিতাবে ওটা লেখা আছি। নাকি ধরে নেব যতটুকু আমার বিশ্বাসের সঙ্গে মিলে ততটুকু আমি বিশ্বাস করি। বাকীটা বানানো।
আর গুরুত্বপূর্ণ অংশ কেউ কি বলতে পারবেন ওই যে অংশটি নিয়ে খুব গর্বিত বিশ্বাসের খুটিটা আরও জোস পাচ্ছে সেই অংশে কি লেখা আছে। ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে।
টাইপ হলে খুব হাস্যকর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।