---
নোয়া (Prophet Noah) ও তার পুত্রদের কথা
সূ্ত্র : আদিপুস্তক(Genesis), অনুচ্ছেদ: ৯ , ১৮-২৪
নোয়ার ওই যে তিন পুত্র জলযান থেকে বেরিয়ে এসেছিলেন , তাদের নাম হল শেম , হাম ও যাফেৎ । হাম হল কানানের পিতা। নোয়ার ওই তিন পুত্র-ই ছিল; ওদের বংশধরেরা সারা পৃথিবীর বুকে ক্রমে ছড়িয়ে পড়ে ছিল।
চাষী মানুষ নোয়া-ই প্রথম আঙুরের চারা ক্ষেতে বসিয়েছিলেন। একদিন হল কি, একটু বেশী সুরা খাওয়ায় তিনি মাতাল হয়ে পড়লেন।
নিজের তাঁবুর মধ্যে তাঁর তখন বিবস্ত্র অবস্থা। কানানের পিতা হাম তখন নিজের পিতাকে ওই বিবস্ত্র অবস্থায় দেখে বাইরে গিয়ে তার দুই ভাইকে ব্যাপারটা জানাল। শেম ও যাফেৎ তখন নোয়ার গায়ের পোষাকটি কুড়িয়ে দু'জনে সেটির খুঁট দু'টি কাঁধের ওপর তুলে ধরে , পিছু হেঁটে এসে পিতার নগ্নতা ঢেকে দিল। তারা উল্টো দিকে মুখ ক'রে থাকায় পিতার নগ্নতা তাদের দেখতে হল না।
নেশার ঘোর কেটে যাওয়ার পর নোয়া যখন জেগে উঠলেন , তখন তাঁর প্রতি তাঁর কনিষ্ঠ পুত্রের আচরণের কথা জানতে পারলেন।
তিনি তখন বলে উঠলেন :
"কানান অভিশপ্ত হোক!
তাকে তো নিজের ভাইদের দাসানুদাস হয়েই দিন কাটাতে হবে। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।