আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে গেছি...

ভালো লাগে...ভালোবাসতে... ভুলে গেছি শেষ কবে ঝুম বরষায় বৃষ্টিতে ভিজেছিলাম, ভুলে গেছি কবে গলা ছেড়ে শেষবার গান গেয়েছিলাম। ভুলে গেছি শেষ যে কবে প্রাণ খুলে হেসেছিলাম, ভুলে গেছি সেই কবে তোকে শেষ দেখেছিলাম। ভুলে গেছি সেই দিনটি, তোকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভোলার কথা। আজ তুই ভুলে বসে আছিস আমার সব কথা! ভুলে গেছি শেষ কবে ফুলের ঘ্রাণ নিয়েছিলাম, ভুলে গেছি শেষ কবে উত্তাল হাওয়ায় ভেসে গিয়েছিলাম! হয়তো সবই ভুল ছিলো, তাইতো এই ভুলে যাওয়া! ভুলতে গিয়ে তোকে আবার নতুন করে মনে করা... না হয় করেছিলামই আমি ভুল, তাই বলে কি জীবন হয়ে যাবে শেষ? ভুলের মাশুল দিতে গিয়ে, সবকিছু আজ নিঃশেষ! ভুলে গেছি সেই দিনটি, তোকে ভুলতে গিয়ে নিজেকে হারানোর কথা। ভুলে গেছি সেই আমি,তোর ভালোবাসার কথা। শুধু মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো, তোকে নিয়ে ঘেরা। উদাস বিকেলে জানালার পাশে, আমার স্বপ্ন বোনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.