রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D
ভুলে যাও বাঙ্গালী , ভুলে যাও , তাকে তোমাদের মনে রাখতে হবে না । তার জীবনে যা ঘটেছে তাতো একটি বিচ্ছিন্ন ঘটনা , এমন তো ঘটতেই পারে । তাই বলে তা নিয়ে শোরগোল করতে হবে নাকি ... !!!!
না হয় তার জীবনের শেষ পরীক্ষায় প্রথম হয়ে্ছে , কিন্তু তাতেই কি ? কত ছাত্রই তো প্রতি বছর প্রথম হয় , তাই বলে কি তাদেরকে মনে রাখতে হবে !!
আর পত্রিকা বা মিডিয়াতে তার কথা আনার দরকার নাই । কেনই বা আসবে ? আসলে তো পেপার বেচা বেড়ে যাবে না , বরং মানুষ বিরক্ত হবে , সরকার বিরক্ত হবে ।
তাকে মনে রাখবে তার ভাই যার পাশাপাশি সে বড় হয়েছে , তার মা যে হয়তো কাদঁতে কাদঁতে এতদিনে , কান্নাও ভুলে গেছে , আর তার বাবা যার অসহায় চোখ এখনো খুঁজে , আমার আবুবকর যদি একবার ফিরে আসত ।
বাঙ্গালী তোমরা মনে রেখনা , কেন মনে রাখবে ! সে তো তোমাদের ভাই বা সন্তান না । তবে একটা কথা মনে রেখ , আবার বলছি কথাটা আবশ্যই মনে রেখ , তোমাদের ভাইয়ের যখন এমন হবে তখন ও এই বাঙ্গালী ভুলে যাবে । বাঙ্গালী শুধু তাদের মনে রাখতে পারে , যাদের নামে স্থাপনা বসানোর জন্য কয়ে্ক'শ মানুষকে পথে বসানো কোন ব্যাপার না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।