আলাউদ্দিন
অভিনন্দন ঢাকা ওয়ারিয়ার্সকে। সুন্দর ক্রিকেট খেলার জন্য নাজিম উদ্দিন আর অলোক রফিকদের আবারও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দেশেও যে ক্রিকেট মেধা আছে তা বিশ্বকে জানান দেয়ার জন্য। তবে গতকালের ম্যাচ শেষে একটা জিনিস খুবই খারাপ লেগেছে আর তাহল নাজিম উদ্দিনের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে পুরস্কার আনতে যাওয়াটা। আমার প্রশ্ন হচ্ছে যদি জাতীয় পতাকাই গায়ে জড়ানোর ইচ্ছে থাকে তাহলে আই সি এলে খেলতে গেলে কেন?ক্রিকেটকে আমরা ভালবাসি, এ ভালবাসা নিজের অজান্তেই মন থেকে চলে আসে।
আর তাই তোমাদেরও সাপোর্ট না করে পারিনা। কিন্তু জাতীয় পতাকা নিয়ে যাচ্ছেতাই করা মোটেই কাম্য নয়। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বিদ্রোহী লীগের পুরুস্কার নেয়ার অনুমুতি নাজিম উদ্দিনকে কে দিল?
নাজিম উদ্দিন আর আফতাব, অলোকদের কম সুযোগ দেয়া হয়নি। তারা ওখানে খেলতে গেছেন শুধুই টাকার জন্য। আমি মানছি রফিক বাসার সহ কয়েকজন খেলোয়ার তাদের বিরুদ্ধে অবিচারের অভিযোগ তুলতেই পারেন।
যা আমিও যৌক্তিক মনে করি। কিন্তু যারা তার ব্যতিক্রম তাদের এই ধরণের আচরণ সত্যি অবাক করে।
আরেক জনের কথা না বলেলই নয়। তিনি আমাদের স্বঘোষিত দেশ সেরা উইকেট রক্ষক ধীমান ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন দেশ তাদেরকে দিয়েছে তারাও নাকি দেশকে দিয়েছে।
চান্দু বিসিবি তোমার পিছনে লক্ষ্য লক্ষ্য টাকা ব্যয় করেছে আর বিনিময়ে তুমি যা দিয়েছ তা ১৪ জন মানুষের মনেও জায়গা করে নিতে পারেনি। এটাকি তুমি জান?
শুধু মাত্র একবার চিন্তা করুন যদি এই বিদ্রোহীরা ক্রিকেটার না হত আমরা কি কখনও তাদের ক্ষমা করতাম?আমার মনে হয় না। ক্রিকেট আমাদের রক্তের সাথে মিশে গেছে তাই বিদ্রোহীদের সকল অপরাধ ভুলে গিয়ে সমর্থন করি কিন্তু জাতীয় পতাকাকে ভুলে গিয়ে নয়।
কাজেই বিদ্রোহী ক্রিকেটারদের আচরণ আরও মার্জিত হওয়া উচিৎ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।