আমার অনুপস্থিতির সুযোগ
হাতছাড়া করো নি তুমি
অন্যের কাছে
লিজ দিয়েছো আমারই প্রেম।
তুমি যে আমাকে ভালোবাসো না- তা নয়
খুব করে ভালোবাস আমাকে
তবে এক ডিগ্রী বেশি ভালোবাস নষ্টামিকে।
মাঝে মাঝে রিকশায় চেপে পাড়ি জমাও
কলেজের সিনিয়র ভাইয়ার রুমে
সেখানে শরীরের উত্তাপ কমাও তুমি
নোট নেয়ার নাম করে।
আমি সব জানি
সব জেনে যাই।
নিরুত্তাপ শরীর নিয়ে ফিরে আসো মেসে
ফোনে আমাকে শুনিয়ে দাও প্রগাঢ় প্রেমের বুলি
তারপর সব ভুলে যাই আমি
কেনো ভুলে যাই
জানি না- শুধু জানি
আমি ভালোবাসি তোমাকে; খুব ভালোবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।