আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্র কি? পর্ব (১)

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত। রাষ্ট্রে যাহা কিছু ঘটে, তা রাষ্ট্র জানে। ঘটার আগেই জানে। কারণ রাষ্ট্র নিজেই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে। তার নেটওয়ার্কের বাইরে কিছু ঘটা সম্ভব নয়।

রাষ্ট্র হলো মাকড়সার জালের মতো। এক্ষেত্রে সরকার অনেক সময় অনেক ঘটনার সাথে জড়িত থাকে। আবার অনেক সময় থাকে না। কিছু নির্ভর করে রাষ্ট্রের উপর। তাহলে প্রশ্ন হতে পারে এই রাষ্ট্র কে? এই রাষ্ট্র হলো রাষ্ট্রের সিভিল ও নন সিভিল কর্মকর্তারা।

এর বাইরে রয়েছে সেনাবাহিনী। এরা হলো রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র। অর্থাৎ তৃতীয় রাষ্ট্র। এরাও অনেক সময় সিভিল ও নন সিভিল কর্মকর্তাদের সাথে যুক্ত থাকেন। এই দুই রাষ্ট্রের সাথে সরকার নামক পদার্থটি মিলে দেশ ও তথাকথিত গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র ব্যবস্থা পরিচালত হয়।

আবার অনেক সময় হয়না। তৃতীয় রাষ্ট্র ক্ষমতা দখল করলে সরকার নামক পদার্থটির প্রয়োজন পড়ে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.