আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা ইরানকে ভয় পান : রিপাবলিকান প্রার্থী স্যান্তোরাম

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভয় পান। এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী রিক স্যান্তোরাম। তিনি বলেছেন, ইরান ও সিরিয়ার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে ওবামা ব্যর্থ হয়েছেন। ওবামাকে উদ্দেশ করে স্যান্তোরাম আরো বলেন, "এই প্রেসিডেন্টের অবশ্যই কিছু সমস্যা আছে। আর তা হচ্ছে- ইরানিদের বিরুদ্ধে কোনোভাবেই তিনি অবস্থান নিতে পারছেন না।

" গতকাল অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসা শহরে এক টিভি বিতর্কে পেনসিলভানিয়ার সাবেক এই গভর্নর এসব কথা বলেছেন। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে তিনি সামরিক ব্যবস্থা নেয়ারও পরামর্শ দিয়েছেন। বিতর্কে অন্য প্রার্থী নিউট গিংরিচ বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার যে হুমকি দিয়েছে তাকে বিবেচনায় নিয়ে তেল ও গ্যাসের বিকল্প উৎসের সন্ধান করতে হবে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের ওপর যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় নির্ভরশীলতা কমানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। টিভি বিতর্কে অন্য প্রার্থী মিট রমনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল -আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ওবামাকে আরো অনেক কিছু করতে হবে।

রমনি সিরিয়াকে ইরানের প্রধান মিত্র দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, "আমরা যদি সিরিয়া ও লেবাননকে ইরানের বন্ধন থেকে বিচ্ছিন্ন করতে পারি তাহলে চূড়ান্তভাবে আমরা ইরানের রাশও টেনে ধরতে পারব। " এবারের মার্কিন নির্বাচনে মনোয়ন প্রত্যাশীদের প্রচারণায় ইরান একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।