স্বাগতম ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ব্লগডে’র অভিজ্ঞতার আলোকে আমি দুচারটে উপদেশ দিতে চাই। আশাকরি সামু কর্তৃপক্ষ এই বিষয়গুলি একটু ভেবে দেখবেন।
১। ব্লগারদের যথারীতি ইমেইল করে আমন্ত্রন করা
২। অনুষ্ঠানস্থলে রেজিস্টার বুক রেখে সকল ব্লগারদের পুরোনাম, নিক নাম,টেলিফোন নাম্বার,কোথা থেকে আগত ইত্যাদি লিখে নেয়া বা বিজনেস কার্ড সংগ্রহ করা।
৩। অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত ব্লগারদের রেজিস্টারবুক থেকে নাম পড়ে অন্যান্যদেরকে পরিচয় করিয়ে দেয়া।
৪। একই সাথে তিনি যদি কিছু বলতে চান তবে তাকে সেই সুযোগ করে দেয়া।
৫।
উপস্থিত ব্লগারদের তালিকা থেকে একটি লটারী করে সামুর লোগো’র টি-সার্ট,চায়ের কাপ,চাবি রিং,কোট পিন ইত্যাদি পুরষ্কার বিতরন যেতে পারে।
৬। গোপন ভোটের মাধ্যমে সেরা দশ ব্লগার,সেরা দশ ব্লগ,সেরা দশ বই,সেরা দশ জাতীয় ব্যক্তিত্ব এবং পরবর্তী সামুর অনুষ্ঠানে কে আমন্ত্রীত অতিথী হতে পারে সেই নির্বাচনও করা যেতে পারে!
৭। সবশেষে রক্তদান/চক্ষুদানসহ অন্যান্য কর্মসুচিতে আগ্রহীদের তালিকা করা যেতে পারে।
আরো কিছু আইডিয়া থাকলে কেউ যুক্ত করতে পারেন।
শুভ হউক ব্লগার’স মিলন মেলা।
পূর্বে লেখা আমার একটি ইফতার পার্টির অভিজ্ঞতা যা সামুর তার পার্টিতে কাজে লাগাতে পারে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।