আমাদের কথা খুঁজে নিন

   

২৪শে ফেব্রুয়ারী উন্মোচন হল Samsung Galaxy S V

স্যামসাং গ্যালাক্সি এস৫ নিয়ে আমাদের পূর্ববর্তী সংবাদটিতে গ্যাজেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট টিথ্রিকে দেয়া স্যামসাং এর এক নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকারের মারফত জানানো হয়েছিলো যে, পূর্বসুরি ডিভাইস এস৪ এর সাথে মিল রেখেই খুব সম্ভবত এপ্রিলের শেষ শুক্রবারে উন্মোচন করা হতে পারে এস৫। ওয়েবসাইটটি এও নিশ্চিত করেছিল যে এই ফেব্রুয়ারীতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্টফোনটি কেবল ‘প্রদর্শন’ করা হবে।
 
তবে সম্প্রতি স্যামসাং জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারী থেকে বার্সেলোনায় শুরু হতে যাওয়া হ্যান্ডসেটের বৈশ্বিক বাণিজ্য মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ তারা ‘Unpacked 5’ নামে একটি ইভেন্ট আয়োজোন করতে যাচ্ছে। যদিও ইভেন্টটি সম্বন্ধে এর বেশি কিছু তারা জানায় নি, কিন্তু ইভেন্টে আমন্ত্রিতদের অনেকেরই দাবী- তাদের আমন্ত্রণপত্রে একটি ‘ফ্ল্যাগশীপ ডিভাইস’ এর কথা উল্লেখ করা হয়েছে। খবরটি দিয়েছে ম্যাশেবল, যদিও তাদের আমন্ত্রণপত্রে এমন কিছুর উল্লেখ নেই বলে তারা জানিয়েছে।

মজার ব্যাপার, তাই না?
 
যত যাই হোক, ইভেন্টের নামটিই কিন্তু গ্যালাক্সি সিরিজের পরবর্তী প্রজন্ম এস৫ এর আগমন সম্বন্ধে ধারণা দিচ্ছে। তবে আগের সংবাদটিতে আপনাদের যেমনটি জানিয়েছিলাম, এমন গুজব রয়েছে যে ফেব্রুয়ারীর শেষদিকে এস৫ এর ঘোষণা দেওয়া হবে আর সেটটি উন্মোচন করা হবে এপ্রিলে- যা টিথ্রি’র অনুমানকেই সমর্থন দিচ্ছে। আবার স্যামসাং-এর নতুন ডিভাইস ঘোষণার সাথে পূর্ববর্তী ডিভাইসের উন্মোচনের সময় ব্যাবধান হিসেবে নিলে কিন্তু এই অনুমানটিই পোক্ত হয়। তবে এর বিপক্ষেও অনেক গুজব রয়েছে।
 
এস৫ এর পূর্বসুরি এস৪ কিন্তু গত বছর এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয় নি- বরং তা করা হয়েছিল নিউ ইয়র্কের অন্য আরেকটি ইভেন্টে।

এদিকে নিউ ইয়র্ক টাইম্‌স পত্রিকার একটি রিপোর্ট এখনও ইঙ্গিত করছে যে এস৫ উন্মোচনের জন্য নিউ ইয়র্কের অপেক্ষাতেই আছে স্যামসাং। রিপোর্টটি আরো জানাচ্ছে, গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচের পর এবার নতুন একটি পরিধানযোগ্য ডিভাইসও সেখানে আনবে কোরীয়ান কোম্পানিটি।
 
অবশ্য এস৫-এর কনফিগারেশন বা আউটলুক নিয়ে নতুন কোন তথ্য জানা যায়নি। অর্থাৎ বলা চলে এক্ষেত্রে আগের তথ্যগুলোই বহাল থাকছে।
 
তথ্য-প্রযুক্তির গতিশীল বাজারে আসন্ন নিত্য-নতুন সব ডিভাইস নিয়ে পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর কানাঘুষার কোন শেষ নেই।

স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের আসন্ন, বহুলালোচিত ডিভাইস এস৫ নিয়েও চলছে তেমনি জল্পনা-কল্পনা। আজ একটা খবর বেরুচ্ছে তো কাল আবার সেটা নাকচ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ছে- তবে অতি শীঘ্রই এর অবসান হবে নিশ্চিত। বুঝতেই পারছেন এই ডিভাইসটি নিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনপ্রেমীদের মাঝে কত আগ্রহ-উদ্দীপণা কাজ করছে! এর কৃতিত্ব অবশ্য দিতে হয় গ্যালাক্সি এস৪ কেই।
মোবাইল এর রিভিউ দেখতে আমার ওয়েবসাইট ঘুরে আস্তে পারেন   mobileprice.com.bd


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.