আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিওনা....কৈশরের স্মৃতিতে মিশে আছে যে গানটা

ইমোশোন্যাল আক্রমণের কারনে এই ব্লগের মালিক পালাইয়াছে। এখন অন্য নিক নিয়া সামুতে আছে। কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিওনা.... কবিটা, এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা.... জীবনে কোন "কবিতা"কে অনুভব করার আগেই এই গানটার প্রেমে পড়েছিলাম। কতইবা বয়স হবে তখন!!!! আমরা কজন কিশোর, সবারই একই নেশা, বইপড়া। একটা বই পাওয়ার জন্য কতোইনা যুদ্ধ!!! আর জেমসের ছিলাম চরম ভক্ত।

কবিতা, দুঃখিনী, ওরে দেখে যারে তুই, মা, লেইস ফিতা, বাংলাদেশ, আমি তারায় তারায়, বাবা, ফুল নেবে, যেখানেই থাক তুমি, যদি কখনও ভুল, কান্নায় লাভ নেই, লিখতে পারিনা, তুমি জানলে না....আরও কতো গান...এর মধে্য "কবিতা" গানটা ছিল সবারই খুব প্রিয়। মাঝেমাঝেই চলে যেতাম পদ্মার পাড়ে। বিশেষ করে বৃহঃস্পতিবার বিকেলে। বিকেল থেকে শুরু করে সন্ধাও অনেক খানি পার হয়ে যেত। এর মাঝে চলত গলাছেড়ে সবাই একসাথে জেমসের গান।

কখনও সঙ্গী হত ভরন্ত পদ্মার উথাল ঢেউ, কখনও শুকনো পদ্মার চিকচিকে বালি। জোৎছনা ভরা রাতগুলো আটকে রাখত ঘন্টার পর ঘন্টা। কৈশরের একটা সুন্দর সময় পার হয়েছিল এভাবেই। এরপর একটা সময় আসল যখন সবাই নিজ নিজ "কবিতা"দের খুজতে শুরু করল। সবকিছু ছন্দহীন হতে শুরু করল।

আমি হয়ে গেলাম একা। আমার "কবিতা" জেমসে গানেই আটকে থাকল। নতুন বন্ধুরা ক্লোজ হল। নতুন ভাবে পদ্মার পাড়ে যাওয়া শুরু হল। কিন্তু সেই গলা ছেড়ে গান গাওয়াটা আর হলনা।

শুনছি এরাও নাকি আজকাল "কবিতা"দের নিয়ে ব্যস্ত। এখন মাঝেমাঝে হাডসন নদীর পাড়ে যাই। অনেক্ষন বসে থাকি। মন খারাপ করে ফিরে আসি। হাডসন নদীর পাড়টা অনেক সুন্দর।

কিন্তু সেই মরে যাওয়া পদ্মার পাড়ের সুন্দর ফিলিংটা কখনও পাইনা। পৃথিবীর কোন নদীই সম্ভবত সেই অনুভুতিটা জাগ্রত করতে পারবেনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.