ফ্ল্যাশব্যাক জ্বেলে দাও সন্ধ্যাবাতি
জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।
তার ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক মতামত যাইই হোক না কেনো ব্লগিং কী জিনিস তা এই মেয়েটি আমাদের বুঝিয়েছিলো একটা সময়। জীবনের ছোট ছোট আনন্দ, চিন্তা-ভাবনা, মতামত, ধর্ম সবকিছুর একটা অদ্ভুত আকর্ষণীয় বর্ণনা ছড়িয়ে থাকতো তার ব্লগের লেখাগুলোতে। মেধাবি এই ব্লগারকেও ব্লগ ছেড়ে যেতে হয়েছিলো একটা গ্রুপের সম্মিলিত ব্লগ টিজিং এর শিকার হয়ে।
তার কিছু স্পেশাল লেখা:
"সেদিন দু'জনে গিয়েছিনু বনে, দুলেছিনু জলে"
আমি যেভাবে ভালোবাসি
"গর্ভধারণ একান্ত পাশবিক কাজ": হুমায়ূন আজাদ
গর্ভধারণ পাশবিক কাজ!
গর্ভ ধারণ করা পশুর ভূমিকা!
গর্ভবতী নারী দেখতে গর্ভবতী পশুর মতো!
এই পয়েন্টগুলো রেইজ করে হুমায়ূন আজাদকে একেবারে ড্রেনে ফেলা হয়েছিলো এই লেখাটি দিয়ে! সেলুট ম্যাম।
বিয়ে ভাবনা - ১
বছরের সেরা মাস
বেলজিয়াম, বুরকা ব্যান, চরমপন্থী আর মধ্যপন্থী
নিকাব = প্রতিবন্ধক?
পৃথিবী দেখতে সাথে নিতে না পারার কৈফিয়ত (সন্ধ্যাবাতি)
/////
আহমাদ মুজতবা এই ইয়ংম্যান এর সাথে সন্ধ্যাবাতির সম্পর্ক ছিল অম্ল-মধুর।
সন্ধ্যাবাতি সম্পর্কে আহমাদ মুজতবার একটা লেখা দেখুনঃ
আমাদের মহিলা বুজুর্গ স্বপ্নে নাকি কার দেখা পেয়েছেন উনি তাকে অধিকার দিছেন ইসলাম ধর্মে পরিবর্তন আনার তাই উনি বলতেছেন
১। মুভি দেখা হালাল যদিও প্রথমে বলছেন সব মুভি হালাল না কিন্তু আমার যুক্তির প্যাচে পইড়া কইতাছে এখন সবই হালাল আলাদা করেন নাই...
২। গান শোনা হালাল (এই ফতোয়া প্রকাশ হয় নাই হতে যাচ্ছে)
৩। মিউজিক হালাল ''
৪।
টিভি/ডিশ হালাল ''
হা হা হা, বিরাট ক্যাচাল!
সন্ধ্যাবাতির রিপ্লাই দেখেনঃ
১.
তোমার কোন কথাটার জবাব দেই নি আমার পোস্টে? নতুন একটা পোস্ট করে আমাকে গালি দেয়ার আর নোংরামি করার যে এভিনিউ খুলে দিয়েছো, তাতে তোমাকে আল্লাহ কোন ডিগ্রীতে পূণ্য দিবেন? তুমি বড় হও।
২.
মুভি দেখা হালাল যদিও প্রথমে বলছেন সব মুভি হালাল না কিন্তু আমার যুক্তির প্যাচে পইড়া কইতাছে এখন সবই হালাল আলাদা করেন নাই..."
এইটা একটা মিথ্যাচার। বাকি ৩ টার একটাও আমি বলি নাই। তোমার পোস্ট এতটুকুই পড়েছি। এত অল্প বয়সে রাজনীতি শিখে গিয়েছো দেখে খারাপই লাগলো।
যাক গে, মানুষ হও। গুন্ডা না।
লোকালটক (মানে গ্রেট ফিফা) বলেছিলেন: সন্ধ্যাবাতি @ চরম সত্য হৈল এই ব্লগে আপনেরে কেউ পছন্দ করে না। এমনকি স্বচক্ষে দেইখাও আমাগো এক অস্ট্রেলিয়ান ফ্রেন্ড আপনেরে অপছন্দ করছে বৈলা শুনছি। আপনে বরং এখান থিকা চৈলা অন্য ব্লগে যান।
তাহলে সবাই খুশি হয়। আপনেরও তথাকথিত বোরডম কাটতে সমস্যা হৈব না। আশা করি, বুঝছেন? কেন এহেতুক ঝামেলা করেন?
/////
এখান থিকা চৈলা যান। তাহলে সবাই খুশি হয়।
সেই অনেককে খুশি করে উনি চলে গেছেন।
গুডবাই ম্যা'ম।
হ্যাভ এ নাইস লাইফ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।