আমাদের কথা খুঁজে নিন

   

অভিজ্ঞতা : ২১ ফেব্রুয়ারী ২০১২

বাঙালির আবেগ যা দেখলাম কাল রাত্রে... হাতে ফুলের তোড়া নিয়া স্যান্ডেল পইড়াই শহীদ মিনারে উঠার চেষ্টা করল কয়েক লোক... আবার ৫জন যুবতী দেখলাম গালে অ-আ-ক-খ লিখে জিন্স টি-শার্ট পইড়া ধূমপান...তাও আবার আমাদের আর্কির সামনে সোনালী ব্যাংকের গেইটে...অস্থির অবস্থা ! আরে আমরা নিজেরাই তো রাস্তায় চিৎকার চেঁচামেচি কইরা বাংলা-হিন্দি গান গেয়ে কোপায় দিলাম...'৫২র ঘাতক পুলিশদের স্মরণে বন্দুক দিয়ে বেলুন ফাটানোয় মত্ত হয়ে উঠলাম...শেষ মেশ ভোরের আলো ফুটতেই বাঙালিদের ভীড়ে মুখরিত হয়ে উঠল পুরো শহীদ মিনার এলাকা...উৎসব মুখর পরিবেশ দেখে মনে হল আজকে পহেলা বৈশাখ ! লোক দেখানো শোক পুরোটাই অর্থহীন মনে হয়...হয়ত কালকে ফুল দেইনি শহীদ মিনারে...তবু আমি আমার বাংলাকে ভালোবাসি...এর বেশি কিছুর কি প্রয়োজন আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.