এই ব্লগে পড়ার মত কিছু নেই, শূন্য ব্লগ পড়ে আছে তাই মাঝে মাঝে ফেসবুকের ২/১টা স্ট্যাটাস এখানে দিই ফেসবুকের সামনে বসে আছি,চোখের সামনে একুশের ছবি/গান প্রায় সকলের স্ট্যাটাসে,কিন্তু কানে বাজতেছে উলা লা উ লালা। আমার পাশের দালানের ছাদে কারো গায়ে হলুদের অনুষ্ঠান চলছে,সেখানে মাইকে চলছে উলা লা লা,তুহি মেরে ফ্যান্টাসি।উ লা লা এসে আমার কানে আঘাত হানছে ,কিন্তু আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে মন। এমনও হতে পারে পাশের ছাদে উলালা গানটা যে বাজাচ্ছে,উলালার সুরে যে নেচে বেড়াচ্ছে সেই আবার হাতের মোবাইলটা থেকে একুশ নিয়ে,শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।