আমাদের কথা খুঁজে নিন

   

স্তব্ধ...



তুমি যখন চলে যাও, এই আলোয় ঝলমলে রাজপথ তোমায় বাধা দেয়না... আর আমি? অন্ধকার গলিপথের শেষে যখন নিজের গন্তব্য খুঁজে পাইনা আমি তো মরে যাই প্রিয়... এই একাকীত্বের অভিশাপ আমার পথ চলাকে শুরু হবার আগেই শেষ করে দেয়.. আমি স্তব্ধ হয়ে যাই.. নিরব নিস্তব্ধ রাতের আকাশে উল্লাসে মেতে থাকা ছায়াপথগুলোকে আমি প্রশ্ন করি... তোমরা কি আমার প্রিয় মানুষটাকে দেখেছ?? ওরা নিষ্ঠুরভাবে জবাব দেয় "তারে দেখেছি কোন ধূমকেতুর মাঝে, দেখেছি কারো আলিঙ্গন মাঝে.." আমি আবারো স্তব্ধ হয়ে যাই... ছায়াপথগুলো আগের মতই উল্লাসে মেতে থাকে... আর তোমার চলে যাওয়া সেই পথ.. আগের মতই জীর্ন বিবর্ন পড়ে থাকে.... আর আমি?? আবারো স্তব্ধ হয়ে যাই.... স্তব্ধ হয়ে যাই..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।