আমাদের কথা খুঁজে নিন

   

স্তব্ধ কিন্তু পরাজিত নয়

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

চাঁদ আজ তুমিও একটু হাসো দুঃখ ভারাক্রান্ত মানুষকে সুখী করতে তুমিও একটু মাতো। ঘূর্নিঝড়ের দয়ামায়াহীন পদযাত্রায় ছেদ পড়েছে যাদের জীবনযাত্রায়, তাদের আত্মার মাগফিরাত কামনায় ব্যস্ত মানুষ সকল আজ প্রাত্যহিক কর্মে দিয়েছে ক্ষান্ত। ভয়াল থাবা আজ যাদের কেবলমাত্র পেরেছে ছুঁইয়ে যেতে, জীবন স্তব্ধ হয়ে গেছে তাদের সবই হারিয়ে ঝড়ের কাছে আজ তাদের আত্মা শুধু কাঁদে। খেলার সাথী হারিয়েও ছোট ছেলেটি আজ ভুলে গেছে সাথী হারানোর বেদনা, বেঁচে থাকাই যে তার কাছে আজ লাগছে এক ভীষণ কঠিন মরণ খেলা। আবাল-বৃদ্ধ-বনিতা গগন পানে থাকে চাহয়া, আকাশ যানের দেখা পাহিলে, জগৎ সংসার সব ভুলিয়া জীবনটাকে পকেটে রাখিয়া, দৌড় লাগায় মাঠ পানে কণামাত্র ত্রাণের লাগিয়া। আজ আর নয় হই হুল্লোড়, আজ আর নয় বন্ধুদের সাথে হাসি-তামাসা, আজ এসেছে সময় আমাদের দুঃখ ভারাক্রান্ত মানুষের পাশে দাড়াবার। শকুন মামার দলও আজ প্রতীক্ষারত একটি লাশ তাদের কাছেও মূল্যবান, তাদের সাথেই আজ আমাদের করতে হবে লড়াই মহামূল্যবান। ইঁদুরের দলও যেন না পারে ত্রাণের বস্তা কুট কুট করে কেঁটে উদরপূর্তি করে ত্রাণ বিতরণ বন্ধ করে দিতে। হে, সকল বাংলাদেশী, কর প্রতিজ্ঞা আজ, সুখের জীবন বিসর্জন দিয়ে কোমড় বেঁধে নামবো মাঠে, সবার মুখে হাসি না ফিরিয়ে ফিরবো না মোরে ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।