আমাদের কথা খুঁজে নিন

   

স্তব্ধ আত্নবলয়

অশান্ত ধমনী, দৃপ্ত হৃদস্পন্দন, আজন্ম দহন-- সব স্বপ্ন সমীপে!

রুদ্ধ নিঃশ্বাস- স্তব্ধ আত্নবলয় স্রোতেরা উন্মুখ- তবু আছে বদ্ধতা আজো জলে চলে হাইড্রোসেরি - তাই ক্ষুদেপানা জমে স্বকীয়তায়- প্রকৃতি জমিয়ে রাখে- মনে নেই অভিকর্ষ- তাই অতিত দাঁড়াতে পারে না – সদা ভাসমান-!! আইরিশ ছাড়ে না দু ফোটা জল- তবু জলে মননের গহীন অতল- পাঁজর চেনে না নিজেকে- প্রাণ পাখি জাগে শুধু বুকের খাঁচায়-- মুক্তির নেশা নেই, প্রাণে আবাহন নেই ক্ষুনে নেই ফিনকি- শুধু জাগে ব্যর্থ অতিতের দ্যর্থ উঁকি..!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।