ফিলিপিন্সের মধ্য বয়সী অবিবাহিত প্রেসিডেন্ট কেনিগনো এ্যাকুইনো বলেছেন যে, তিনি এখনও বিয়ের জন্য কনে খুঁজে পাওয়ার আশা করছেন। বিয়ের কনে পেলে তিনি আরও ভাল নেতা হবেন বলে মন্তব্য করেন।
এ্যাকুইনো বলেন যে, তিনি কয়েক বছর ধরেই বিয়ের কনের খোঁজ করে এসেছেন। কিন্তু কখনও কাউকে পাননি। তিনি চলতি মাসে ৫২ বছরে পা দিয়েছেন।
তিনি এক দক্ষিণ কোরীয় মহিলার সঙ্গে ডেটিং করছেন বলে সম্প্রতি নিশ্চিত করেন। তিনি রবিবার ম্যানিলায় সাংবাদিকদের বলেন, আমি এমন কি কলেজ জীবন থেকেও এ পরিকল্পনা করে এসেছি। কিন্তু আমার ভাগ্য কেবল অপ্রসন্নই হয়েছে। তিনি বলেন, এ পদের যে গুরুদায়িত্ব তাতে যদি আপনার এমন কেউ থাকেন যার কাছে আপনি বিশ্বাস করে নিজের কথা বলতে পারেন, যিনি আপনাকে বলবেন, আপনি এখনও ঠিক কাজটিই করছেন, তা হলে অবশ্যই সেটি হবে আপনা অনুপ্রেরণার উৎস। টাকযুক্ত চশমাধারী ও দেশটির অন্যতম ধনী পরিবারের সদস্য এ্যাকুইনো সাম্প্রতিক বছরগুলোতে কয়েক কম বয়স্ক মহিলার সঙ্গে মেলামেশা করছিলেন বলে খবর বেরোয়।
চলতি মাসের প্রথম দিকে তিনি দক্ষিণ কোরিয়ার মিডিয়া ব্যক্তিত্ব গ্রেস লীর (২৯) সঙ্গে দেখা সাক্ষাত করার কথা নিশ্চিত করেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।