১২ বছরের কিশোরীর বিয়ে হয়ে গেল ৬০ বছর বয়সী পঙ্গু বৃদ্ধের সঙ্গে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে।
এলাকাবাসী জানায়, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের শুকুর মিয়া নগদ টাকার লোভে মোকাম বাজার এলাকার ৬০ বছরের পঙ্গু বৃদ্ধ সুরুক লন্ডনির সঙ্গে মক্তবে পড়ুয়া মেয়ে শারমীন বেগম (১২) এর বিয়ে দেন। গ্রামবাসী আরও জানান, দুর্ঘটনায় বৃদ্ধ সুরুক লন্ডনির একটি পায়ের বেশকিছু অংশ কাটা পড়ায় তিনি সুস্থভাবে চলাফেরা করতে পারেন না।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারা বেগম ও ৬নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম (নোমান) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেবল টাকার লোভে মেয়ের বাবা এ বিয়ে দিয়েছেন।
স্থানীয় কোনো কাজী কাবিন রেজিস্ট্রি না করায় মৌলভীবাজার থেকে একজন কাজী এনে বিয়ের কাবিন করা হয়।
শারমীনের বাবা শুকুর মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়। তার মেয়ে ফুফুর বাড়িতে বেড়াতে গেছে। আর বর সুরুক মিয়া লন্ডনির মুঠোফোনে ফোন করলে সাংবাদিক পরিচয় জানার তিনি ফোনের সুইচ অফ করে দেন।
কমলগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার জানিয়েছেন, ইউপি সদস্যের মাধ্যমে এ অভিযোগের সত্যতা পেয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।