আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে এবার স্বর্ণ নদী!!!!

***দারুন খবর থাইল্যান্ডের একটি নদীকে এখন বলা হয় স্বর্ণ নদী। এর কারণ, ওই নদী পাল্টে দিয়েছে একটি এলাকার মানুষের ভাগ্য। তাই সেখানে এর পরিচিতি এখন স্বর্ণ নদী হিসেবে। আসলে ওই নদীতে এখন পাওয়া যায় স্বর্ণ। মানুষ দিনের বেশির ভাগ সময় ওই নদী হাতড়ে ফেরে স্বর্ণের জন্য।

পেয়েও যায় তাদের কেউ কেউ। তা বিক্রি করে উপার্জনও হয় ভাল অর্থ। এতে তারা বেশ খুশি। শুষ্ক মওসুমে এ নদী থেকে মানুষ স্বর্ণ আহরণ করে। দেশটির ওয়াং নুয়ে এলাকায় এ নদীর অবস্থান।

ওয়াং নামের এ নদীতে এখন হাঁটু পরিমাণ পানি। ওয়াং নুয়ে অঞ্চলের বাসিন্দারা তাই এখন ছুটছেন এ নদীর দিকে। প্রতিবছর শুষ্ক মওসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গ্রামবাসী অগভীর পানিতে নেমে খুঁজতে থাকে এই বহু মূল্যবান ধাতব পদার্থ। স্বর্ণগুলো পাহাড় থেকে ক্ষয়ে ক্ষয়ে নদীতে পড়ে। নদী থেকে এসব সংগ্রহ করে আয়ের উৎস খোঁজে গ্রামবাসীর অনেকেই।

http://aponalo.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.