আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে জয় পেয়েছে বাংলাদেশ

শনিবার ব্যাংককের সারাবুরি সেন্ট্রাল স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের দল ওসোতস্পা সারাবুরি এএফসির কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচেও বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন রনি।
শনিবার ম্যাচের ৭৩ মিনিটে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির পাস থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন রনি।
এর আগে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ।

মিডফিল্ডার মামুনুল ইসলামের কর্নার শট সরাসরি ক্রসবারে লাগে।
২৮ মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে স্ট্রাইকার তকলিস আহমেদ। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে চমৎকার শট করেছিলেন তিনি। দুর্ভাগ্য, সাইডবার ঘেষে বাইরে চলে যায় বল। এমনি করে বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।


ম্যাচ শেষে দলের কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, “ছেলেরা ভালো ফুটবল খেলেছে এদিন। তারা এক রকম আধিপত্য বিস্তার করে খেলেছে। বল দখল, ম্যান মার্কিংয়ে এগিয়ে থাকা ছাড়াও টেকনিক্যালি ভালো খেলেছে দল। কিন্তু ফিনিশিংয়ে ঘাটতি থাকায় বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব হয়নি। ”
রোববার বাংলাদেশ দল দেশে ফিরবে।

থাইল্যান্ড সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াও সেখানে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ দল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.