আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে আগাম নির্বাচন নাকচ

বিবিসি’কে তিনি বলেন, থাইল্যান্ড পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের জন্য যথেষ্ট শান্ত নয়।
বিক্ষোভকারীরা একের পর এক সরকারের মন্ত্রণালয়গুলো দখল করে নিতে থাকলেও তাদের বিরুদ্ধে কোনো শক্তি ব্যবহারের নির্দেশ দেবেন না বলেও জানান ইংলাক।
শুক্রবার আন্দোলনকারীরা রাজধানী ব্যাংককে গেট ভেঙে সেনা সদরদপ্তরের ঢুকে বিক্ষোভ করার পর ইংলাক একথা বলেন।
থাইল্যান্ডে ২০১১ সালের সাধারণ নির্বাচনে পুয়ে থাই পার্টির জয়লাভের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী হন ইংলাক।
বিবিসি’র জোনাথন হেডের সঙ্গে শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন করে নির্বাচন দিলেও যে বিক্ষোভকারীরা সন্তুষ্ট হবে সে নিশ্চয়তা নেই।


দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ জানিয়ে ইংলাক বলেন, দেশের জন্য একটি জিনিসই তার দরকার, আর তা হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষিত রাখা।
দেশের পরিস্থিতি খুবই নাজুক উল্লেখ করে ইংলাক আবারো আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানের আহ্বান জানান।
বৃহস্পতিবার থাই পার্লামেন্টে আস্থা ভোটে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর বিরোধীদের প্রতি বিক্ষোভ বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু বিক্ষোভকারীদের নেতা সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং তার সরকারের পতনের দাবিতে বিরোধীদল এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ইংলাক তার ভাই থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন অভিযোগে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করছে।
তবে ইংলাক বলছেন, থাইল্যান্ডে ‘থাকসিনের শাসন’ নয় নির্বাচিত সরকারের শাসন চলছে। কিন্তু বিক্ষোভকারীরা সরকার পতন না হওয়া পর্যন্ত থামবে না বলে জানিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.