থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার ভবিষ্যৎ প্রশ্নে গণভোটের প্রস্তাব দেয়ার পাশাপাশি জনগণ চাইলে পদত্যাগ করারও প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার বিরোধীদের বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতির মুখে তিনি এ প্রস্তাব দিলেন। কয়েক সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভের পর থাইল্যান্ডের বিরোধীদলীয় এমপি’রা এখন একযোগে পদত্যাগ করার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাকসুবান আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে সোমবার সরকার পতনের দাবিতে আরো বড় বিক্ষোভে নামার ডাক দিয়েছেন। এরপরই দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে গণভোটের প্রস্তাব দিলেন ইংলাক।
সরকার সংঘর্ষ নিরসনের পথ খুঁজছে উল্লেখ করে টিভিতে এক বিবৃতিতে ইংলাক বলেন, আমাদের একটি গণভোট করা উচিত যাতে করে মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে আমাদের কি করা উচিত।
কিন্তু এ পরিকল্পনা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে নাকচ করেছেন ইংলাক। গণভোটের ব্যাপারেও তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। তবে গণভোট সংবিধানসম্মত বলে জানান তিনি।
এক বক্তব্যে ইংলাক এও বলেন যে, তিনি বিক্ষোভকারীদের কাছ থেকেও তাদের প্রস্তাব শুনতে চান।
প্রধানমন্ত্রী পদের জন্য কোনো মোহ নেই উল্লেখ করে তিনি বলেন, আমি পদত্যাগ করতে এবং পার্লামেন্ট ভেঙে দিতে প্রস্তুত- যদি বেশিরভাগ মানুষই এটি চেয়ে থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।