বৃটেনে প্রথম সন্তান জন্ম দিয়েছেন এক পুরুষ মা।
ওই মায়ের বয়স ৩০ এর কোটায়। তার নাম প্রকাশ করা হয়নি।
তবে অনলাইন দ্য সান বলেছে, তিনি জন্মেছিলেন মেয়ে হয়ে।
কিন্তু পরবর্তীতে প্রজননতন্ত্রে অপারেশন করিয়ে তিনি পুরুষে রূপান্তরিত হন।
কিন্তু তা সত্ত্বেও তার প্রজননতন্ত্রে রয়ে যায় গর্ভাশয় এবং ওই গর্ভাশয় সন্তান ধারণে সক্ষম। এ কথা জানার পর তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং সন্তান ধারণের চিকিৎসা শুরু করেন। এক পর্যায়ে তিনি সফল হন। সমপ্রতি তিনি একটি সন্তান প্রসব করেছেন। এ নিয়ে তিনি হলেন বিশ্বের চতুর্থ পুরুষ মা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।