টাইমস অব ইন্ডিয়া ভারতের বহুল প্রচারিত ও জনপ্রিয় একটি দৈনিক..যারা এই পত্রিকাটি পড়েন ও এতে মন্তব্য করেন তারা ভারতের সবচেয়ে শিক্ষিত আর অগ্রগামি মন মানসিকতার মানুষ বলে ধরে নেয়া যায়..অথচ টাইমস অব ইন্ডিয়ার ওন লাইন সংস্করনের একটি পেজে বাংলাদেশ সম্পর্কে ভারতীয়দের ধারনা দেখে আমি বিস্মিত..ভারতের তরুন প্রজন্মের একটা বড় অংশ আশ্চর্যজনক ভাবে প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী.. এরা অনেকেই এখনো নিজেদের সুপেরিয়র রেইস ভাবতে ভালোবাসে..আর্য রক্তের গর্বে গর্বিত তাদের চোখে আজো বাঙ্গালীরা নিম্ন বর্নের মানুষ .. অদ্ভুত ভাবে তারা যতটা না পাকিস্তান বা চীনকে অপছন্দ করে তার চেয়ে অনেক বেশি মাত্রায় বাংলাদেশ কে রীতিমত ঘৃনা করে .. টাইমস অব ইন্ডিয়ার এই পেজ পড়ে আর তার কমেন্টগুলি দেখে আশ্চর্য লাগে আমাদের প্রতি ওদের এতো হিংস্রতা !? আমরা বাংলাদেশের জনগন ,আমাদের সরকার,রাজনীতিবিদরা কাদের বন্ধু ভাবছি..বিগত ৩ বছরে ভারতের জন্য কি করে নাই আওয়ামি লীগ সরকার..উলফার গেরিলা আর ধর্মীয় উগ্রবাদি জঙ্গীদের ভারতের হাতে তুলে দেয়া থেকে শুরু করে..ট্রাঞ্জিট,ট্রানশীপমেন্ট,সীমান্তে নমনীয়তা প্রদর্শন,নিজের জমি ভারতের কাছে হস্তান্তর সহ কত কি...কিন্তু কোথায় পরিবর্তন? না ভারতীয় সিভিলিয়াদের মানসিকতায় না তাদের সরকারে আচরনে? Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।