আহত সৌরভ হোসেন ভূইঁয়া সদর উপজেলা (পূর্ব) যুবদলের সহ-সভাপতি। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূরনবী জানান, রাত ১০টায় চৌপল্লী বাজার থেকে মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে সৌরভ হোসেন ভূইঁয়াকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও গুলির খোসা উদ্ধার করেছে বলেও তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।