আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় ৯ যুবদল নেতাকর্মী হাজতে

এছাড়া জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ ও সাধারণ সম্পাদক আলী আহম্মদসহ ১২ নেতাকর্মীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুর ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রমেশ চন্দ্র সরকার জানান, গত ১৭ মার্চ হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শহরে আতর আলী সড়কে কয়েকটি দোকান ভাংচুর করা হয়।
এ ঘটনায় পুলিশ জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
পরে পুলিশ যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক ওয়াসিকুর রহমান কল্লোল, যুগ্ম আহবায়ক সাঈদ আল মামুনসহ ১৬ জনের নামে অভিযোগপত্র দেয়। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জনের নাম বাদ দেয়।
মঙ্গলবার অভিযুক্তরা আদালতে হাজির হলে ৯ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি অভিযোগপত্র থেকে বাদ পড়া ১২ নেতাকর্মীকে আসামি হিসেবে আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.