Only I know what is my goal, My heart is my temple.
জুতা চুরি
কাজী সায়েমুজ্জামান
জুতার নেই দেখা,
ভাবছি বসে একা-
কেমন করে বাক্সে রাখা জুতা চোরে ধরল?
এত লোকের সামনে থেকে কেমনে সরে পড়ল?
আমি ছিলাম একই ধ্যানে ফরজ নামাজ পড়তে,
আট মিনিট লেগেছিল চার সেজদা করতে।
জুতা ছিল আমার থেকে বাক্সে তিন হাত দূরে
কার জাদুতে জুতাজোড়া হাওয়ায় গেল উড়ে?
ফরজ নামাজ পড়া শেষে কোন লোকটা উঠল?
ভদ্র বেশে জুতা নিয়ে মসজিদ থেকে ফুটলো।
নামাজ পড়ার মধ্যে কেন চোখটা জুতায় পড়লনা?
কেন লোকে হাতে নাতে জুতা চোরকে ধরলনা?
সবাই বলেন কষে,
চুরি তোমার দোষে।
সামনে রাখা উচিত ছিল না হয় জায়গা থাকলনা!
জুতা চুরি হতে পারে কেন গায়ে তা মাখলনা ?
মসজিদেও চোর ডাকাত আসে নামাজ পড়তে
তারপরও সে অতদূরে রাখছিল কোন অর্থে?
চোরের কাজ চোরে করে যদিও সে জানলো
জুতা চুরি হবেনা তা কেমন করে মানলো?
জুতা চুরি হয়না শুধু একটু বুদ্ধি থাকলে
একটি জুতা বাইরে আর একটি বাক্সে রাখলে।
লাভ হবেনা এখন আর এমনি ভেঙ্গে পড়লে
জুতা ফেরত আসবেনা আর হাজার মানত করলে।
শক্ত করে মুষ্ঠি,
বলি চোরের গোষ্ঠি-
ধরতে পারলে পিঠের ওপর এমন আচ্ছা কষে,
এত বেশি ধোলাই দিতাম দাগ পড়ত বসে।
এমনিতেই আজ মেজাজ গরম অ্যালজাবরা কষে,
সম্পাদ্যটাও হয়নি আকা অনেক করে ঘষে।
স্যারের দেয়া শব্দগুলো পাইনি শব্দকোষে,
ঘরে নাকি যা হয়েছে সবই আমার দোষে!
কাপ ভেঙ্গেছে বড় ভাইয়া দোষ দিয়েছে আামার,
আমি নাকি টাকা মারি বাবার সাদা জামার?
আলমীরাতে আচার ছিল সবই নাকি হাওয়া?
সবাই বলে আমার নাম, যাচ্ছে একি সওয়া?
অনেক চিন্তা করে,
না থেকে আর ঘরে।
ভেবেছিলাম নামাজ পড়ে শান্তি পাবো আজ,
অবশেষে চোরের বেটায় করলো এ কোন কাজ?
বলি ব্যাটা জুতা চোর আমিও কম নই,
একটু ভুল যা হয়েছে করেছি হই চই।
পণ করেছি খালি পায়ে আজ যাবনা ঘরে,
আমার কাজ সারতে হবে সবার অগোচরে।
ক’জন আবার নফল পড়েন চেয়ে চেয়ে দেখি,
তাদের কিছু জুতা আবার বাক্সে রাখা সেকি!
আর দেরী নয়, কায়দামতো জুতা আরেক জোড়া,
পায়ে ঢুকিয়ে হাওয়ার বেগে ছুটিয়ে দিলাম ঘোড়া।
বাবা ঘরে এসে,
বলেন, মাকে ক্লেশে-
হঠাৎ করে কি যে শুরু হয়ে গেল দেশে?
চোরগুলো সব নামাজ পড়ে ঈমানদারের বেশে।
এ জীবনে অনেক কিছুই দেখছি কালে কালে,
এমনটাতো দেখিনি যা হয়ে যাচ্ছে হালে।
আমি গিয়ে বীরের বেশে সামনে দাড়াই তার,
বলি, বাবা, “কি কারণে এমন হাহাকার ?”
আমার দিকে তাকিয়ে বাবা রাগতে থাকেন ফুসে,
বলেন তিনি, “সাধে কি কেউ এমন গরু পুষে?
খালি পায়ে আসতে গিয়ে লাগছে পায়ে কাদা,
আমার জুতা তোর পায়ে ক্যান হারে রাম গাধা। ”
ছড়াটি লিখেছিলাম যখন আমি দশম শ্রেণীতে পড়ি।
আমার অনেক ছড়া থাকলেও বহু জায়গায় ছড়াটি বলতে হয়েছিল। কয়েকদিন আগে বিসিএস প্রশাসন একাডেমীেত প্রথম মেস রজনীতেও এটি পরিবেশন করেছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।