বানান পারি...বাট টাইপিং পব্লেম ছোট বেলায় একটা স্বপ্ন ছিলো...অনেক স্বপ্ন-ই ছিলো...যেমন কোক কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করা...শিশুপারকের দারোয়ান হওয়া...ক্রিকেট খেলার সরঞ্জাম পড়ে এলাকায় হাটাহাটি করা... হেলমেট সহ...ওইসব কোন সপ্ন-ই পূরন হয়নাই...একটা সপ্ন পূরন হইসে...(বানান এর গুস্টি কিলাই...অনেক্কখন সহ্য করসি) ...পূরন হওয়া সপ্ন টা হইলো আমেরিকা আসছি...৫০ দিন এর মতো হবে...ছোট বেলা থেকেই কোন দেশ আমাকে টানতো না...আমেরিকা ছাড়া... যাইহোক আমেরিকা পাড়া দেওয়া মাত্র কিসু বুঝিনাই...এখন বুঝতাসি...নিজের দেশে থাকার মজা কত...আম্মার হাতের রান্না...এলাকার হোটেলের শিঙ্গারা...ডাল ভাজি...মামার দোকানের চা...বন্ধু বান্দবের সাথে আড্ডা...সর্বপরি বাংলাদেশের সবকিছু...কিন্তু এইখানে আইসা একটা জিনিস দেখলাম..মানুস জন সভ্য( ভিন্নমত থাকতে পারে কারো কারো) , নিয়ম নিতি মেনে চলে...যেই জিনিশটা আমার দেশে নাই...কোট টাই পইড়া আমরা রাস্তায় খারায়া চেইন খুইলা মুইতা দিতে আমাদের বিবেকে লাগেনা...যেইখানে সেইখানে ময়লা ফেলা আমাদের আজীবন সভাব...আর গাড়ি ঘোড়া চালানোর সময় আমরা কি করি সেইটা আর এইখানে নাই লেখলাম...ভাই ইমানে কই আমি না হইলেও ১০০০ টা জিনিস লেখতে পারুম যেইটা আমাদের করা উচিতনা...কিত্নু করতাসি... এখন কাহিনি হইলো...দেশকে কি আমরা কোনভাবেই চেঞ্জ করতে পারিনা? আমি ভাবসিলাম পড়া লেখা শেষ কইরা দেশে যামুগা...কিন্তু প্রতিদিন পেপারে যা পড়ি...দেখলে ডড় লাগে...কস্ট হয়...ক্ষোভে...ঘৃণায় শরীর কাপে..আমি জানি ৫/১০ বছরে কিছু চেঞ্জ হবেনা...ভায়েরা...আমরা কি পারিনা একটা বীজ বপন করতে? যেই বীজ থেকে একদিন চারা হবে...তারপর বড় একটা গাছ হবে...সেই গাছের পাতা গুলো হবে এক একটি অগ্নি স্ফুলিংগ.. সেই আগুনে পুড়ে যাবে পারিবারিক রাজনীতির রক্তচোষা জোঁক গুলো...প্রশাসন...আমলারা বসে যাবে ভিক্ষার ঝুলি হাতে...আর সাধারন মানুষ গুলো হয়ে যাবে অসাধারন... আমি সত্যি নতুন দিনের সপ্ন দেখছি...নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিন...নীরবে শুরু হোক আরেকটি বিপ্লব...আর সেখানে আপনাকে যে আমাদের অনেক দরকার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।