কবিতা আমি মানুষ এক, যে একা হাঁটি পথে; কখন দুপুর-রাতে নিভে গেলে কৃত্রিম নিয়ন, কিংবা লোকালয় হতে দূরের কোন নির্জন; চলার পথে মনে হয় আমি একা নই- কেউ করছে অনুসরণ। মধ্যরাতের নীরবতায় হৃদপিণ্ডের ভীত স্পন্দন। আমাকে গ্রাস করে আঁধারের ভয়- মনে হয়, আমি একা নই। তুমি কি কখন একাকী ঘরে, ঘোর অন্ধকারে পাশের দেয়াল ছুঁইয়ে ছুঁইয়ে খুঁজেছ আলো যখন তোমার শরীর শিহরিত ভয়ে! হয়ত দুর্বল সাহস নিয়ে তাকাও ঘরের কোণে আর লক্ষ্য কর,কেউ তোমাকে শোনে। কখন কি কাটিয়েছ, সারারাত বিনিদ্র একাকী- আর শুনেছ কারো পায়ের শব্দ পেছনে? পেছন-ফিরে পরে দেখ কেউ নেই সেখানে; নিঃশব্দ ঘরের মৃদু শব্দও তোমাকে চমকায় একাকীত্ব তোমাকে আঁধারের ভয় দেখায়। হতে পারে এই ভয় তোমার মানসিক বিকার হতে সৃষ্ট; হরর ফিল্মের শিহরিত দৃশ্য তোমাকে এভাবেই গ্রাস করে- তেমনি আমাকেও; আমাদের গ্রাস করে আঁধারের ভয়! (আমার ভালোবাসার রকব্যান্ড Iron Maiden এর Fear of the Dark গানটির অনুবাদ) Fear Of The Dark lyrics Songwriters: Harris, Stephen Percy; I am a man who walks alone And when I'm walking a dark road At night or strolling through the park When the light begins to change I sometimes feel a little strange A little anxious when it's dark Fear of the dark, fear of the dark I have a constant fear that somethings always near Fear of the dark, fear of the dark I have a phobia that someone's always there Have you run your fingers down the wall And have you felt your neck skin crawl When you're searching for the light? Sometimes when you're scared to take a look At the corner of the room You've sensed that somethings watching you Fear of the dark, fear of the dark I have a constant fear that somethings always near Fear of the dark, fear of the dark I have a phobia that someone's always there Have you ever been alone at night Thought you heard footsteps behind And turned around and no one's there? And as you quicken up your pace You find it hard to look again Because you're sure there's someone there Fear of the dark, fear of the dark I have a constant fear that somethings always near Fear of the dark, fear of the dark I have a phobia that someone's always there Fear of the dark, fear of the dark Fear of the dark, fear of the dark Fear of the dark, fear of the dark Fear of the dark, fear of the dark Watching horror films the night before Debating witches and folklores The unknown troubles on your mind Maybe your mind is playing tricks You sense, and suddenly eyes fix On dancing shadows from behind Fear of the dark, fear of the dark I have a constant fear that somethings always near Fear of the dark, fear of the dark I have a phobia that someone's always there Fear of the dark, fear of the dark I have a constant fear that somethings always near Fear of the dark, fear of the dark I have a phobia that someone's always there When I'm walking a dark road I am a man who walks alone
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।