আমাদের কথা খুঁজে নিন

   

আঁধারের জ্যোৎস্না হয়ে...

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

অর্পূণ ভালবাসা তোমাকে দিতে পারবো কিনা আমি জানি না। বোধ হয় তোমার সাথে ভালবাসায় মিশে যাবার মত কোন উপমা কোন কবিতা কোন গান কোন ছন্দ আমার জানা নেই। না জানারি কথা হয়ত খ্রিষ্টাব্দের কবি বা লেখক হলে তোমার জন্য কোন উপমা বা কবিতা, না হয় কোন ছন্দ লিখে তোমায় উপহার দিতাম। অন্ধকার তোমার ভয় লাগত। ভয়ে সে কি তোমার চেচামেচি।

একটা জিনিস খুবই আর্শ্চয তোমার যা ভয় তা আমার কাছে একটা জগৎ। আসলে তুমি কখনো অন্ধকার ছুয়ে দেখনি তাই তুমি কি বুঝবে অন্ধকারের চাহনি কি। আগে শুনতাম সবাই ভয় কে জয় করে, আর তুমি দেখছি ভয়কে আপন করে নাও। তাই হয়ত আমার ভালবাসার প্রতিটি পদক্ষেপ তোমার অজানা ছিল। তোমার অন্ধকার ভীতি আমার ভাল লাগে, কিন্তু তোমাকে আমি ভয় দেখাব না।

তোমার জন্য আমি আঁধারের মাঝে জ্যোৎস্না হব, তোমায় আলো দেব, আর তোমাকে সারা রাত ছুয়ে যাব। হয়ত এমন হলে তোমাকে ছোয়ার অর্পূণ আশাটাও র্পূণ হবে। রাত নিস্তব্ধ হলে যখন তুমি ঘুমিয়ে পড়বে তখন তোমাকে দেখার জন্য আমি মাঝরাতে আসবো। আচ্ছা তখন কি তুমি ভয় পাবে? নাকি ভয় পেয়ে তুমি দৌড়ে তোমার পুতুলদের শোবার ঘরে চলে যাবে? আচ্ছা আমি যদি র্পূণিমা হয়ে আসি তোমাকে দেখার জন্য। হয়ত মাঝে মাঝেই আসবো তোমাকে দেখার জন্য আর সারারাত ধরে শুধু তোমাকে দেখবো।

সমস্ত অন্ধকার থেকে তোমাকে দুরে সরিয়ে রাখবো। পুরো পৃথিবিটাকে আলো করে দিব। তোমার রুপের কাছে মাঝে মাঝে আমি নিজেকে লুকিয়ে রাখবো। তারপরও আমি র্পূণিমা হয়ে আসবো। তোমার ঘুম জড়ানো দু চোখে জ্যোৎস্না হয়ে আমি আলো দেব।

তোমার অন্ধ চোখে আলোর ঝলসানিতে আমি নব পৃথিবী দেখাব। তোমার নব পৃথিবীর নব চোখে আমি স্মৃতি হয়ে আসবো । স্মৃতির মাঝে তোমার আমার অর্পূণ ভালবাসাকে দেখে নেব। পুরনো স্মৃতি গুলো কি তোমার মনে পড়বে? যাই হোক মনে না পড়লে না হয় তোমার সাথে সারারাত কথাই বলবো। আজ মন আবার দু:খে ভরে গেল।

জানি না কেন এমন হয়। আচ্ছা আমি যদি সেই জ্যোৎস্না হতাম তাহলে তোমাকে আমি স্বপ্নে ভরিয়ে দিতাম। সকল বাসনা সকল অর্পূণ স্বপ্ন তোমার বাস্তবে রুপ দিতাম। সুখগুলো যখন তীর হারায় তখন জীবন অবহেলায় পরিণত হয়। তাই অবহেলা দেখে মাতাল নদী হাসে।

নদী তোমার প্রিয় ছিল্ । তাই আমার সুখগুলোর তীর ভেঙ্গে যাবায় তুমি ও হেসেছিলে মাতাল আর উন্মাদের মত। দু:খ নাই কষ্ট ও নাই আমার। শুধুই বাসনা যদি সেই স্মৃতি হতাম তাহলে কষ্ট সহ্য করে হলেও তোমাকে আরো ছন্দে সাজিয়ে দিতাম। ভালবাসা, স্বপ্ন আশা, জ্যোৎস্না, র্পূণিমা, নদী সব তোমাকে দেওয়া আমার উপমা, হয়ত কোন দৃষ্টান্ত নয় শুধুই তোমাকে দেখার, তোমার কষ্টে, হাসিতে সামিল হবার চেষ্টা।

যদিও পারিনি আগে, হয়ত পারবোনা। তবুও হতে চাই আঁধারের জ্যোৎস্না, হতে চাই র্পূণিমা, হতে চাই নদী, হতে চাই স্মৃতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।