দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,
পৃথিবীতে সেও মানুষ
কে আছে ভবে তার,
শাসন বারণ দেবে কে?
সব গেছে পরপার।
পাষাণ দুনিয়ায় সেওতো
সুখটাই বুঝি খুঁজে,
ঝি ঝি পোকার মত কেঁদে কেঁদে
নিজ কাঁথায় মুখ গুজে।
আয়নায় খুঁজে ফিরে সুখ
দুঃখ মিটে কি তাতে?
একমুঠো মায়ার শূন্যতায়
চোখ মুছে প্রতিরাতে।
অঞ্জলিতে ঢেকে দৃষ্টিটাকে
আঁধারের রং খুঁজে
আঁধারের মাঝে কষ্টের তরী
বেয়ে চলে নিজ নিজে।
বিষাদের শ্বাস-বিসর্জন দেয়
মিনিটে কত না বার,
ওহে মানুষ ভেবনা এমন
কেউ নেই ভবে তার।
মানুষের পাশে না থাক্ মানুষ
জেনো আছে একজন,
অন্তর জামি সেই প্রভু তব
স্বজন তব আপন।
* * *
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।