আমি কায়সার, কোন ছদ্দনামে ব্লগে ঢুকি নি (আমি বলছি না ছদ্দনামে ব্লগে ঢোকা অন্যায় এটা সবার ব্যাক্তিগত ব্যাপার) কেননা আমি জানতাম আমি এমন কিছুই বলবনা যে কারনে আমাকে কেউ ঘৃণা করতে পারে। কারও কারও কট্টর মৌলবাদী বক্তব্য আমাকে জামাত সমর্থনে প্ররোচিত করেছে। কেন জানি দুর্বল ও সংখ্যালঘুর প্রতি সমর্থন সবসময় আমার অবচেতন মনে জায়গা করে নেয়।
আমি আমার বন্ধুদের প্রায়ই একটা কথা বলে থাকি, Know me, learn me, if you try to make me correct I will always appreciate you but if your intention is to make me underestimate I will never tolerate it.
চোরের বড় গলার 2য় পর্ব সরাসরি আমাকে কেন্দ্র করে লেখা এ কথা বুঝতে সক্রেটিস হবার দরকার নাই। যারা এ নিয়ে প্রশ্ন তোলেন সে সব সম্মানিত ব্লগারগণ হয়ত লেখাটি না পড়েই মন্তব্য দিয়েছেন নয়ত তাদের সততা নিয়ে প্রশ্ন আছে।
"কেননা রাজাকার শব্দটি অবান্তর" শিরোনামে অন্য কেউ কোন পোষ্ট দিয়েছে বলে আমার জানা নাই। কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমণের এ নোংরা কাজটি আমি কারও কাছেই আশা করি নি। চোর সাহেব আমাকে গোধু বলে সম্বোধন করবেন না। আমার শ্রদ্ধেয় পিতার দেওয়া নাম পরিবর্তন করার অধিকার আমি আপনাকে দিই নাই। আর হঁ্যা, আপনাকে ধন্যবাদ আমার ব্যাক্তিগত ব্যাপারে আপনার অনাগ্রহের জন্য কিন্তু দুঃজনক ব্যাপার এই যে এখানকার কিছু কট্টর, মৌলবাদী ব্লগার কথার যুক্তি হারিয়ে আমার এ পরিচয় জানতে চেয়ে তাদের নোংরা মন্তব্য ছুড়ে দিতে এতটুকু কার্পণ্য করেনি।
চোর আপনার লেখায় নোংরা শব্দের ছড়াছড়ি যা পড়তে গিয়ে আমি বারবার হোঁচট খেয়েছি। আমি আগেও বলেছি কোন শব্দ অশ্লীল নয় বরং ঐ শব্দের অর্থের জন্য তা অশ্লীল হয়। যেমন- এই সাইটের অত্যন্ত বিতর্কিত লেখা "লেবানন ইজ মাই অ্যাস" এখানে অ্যাস এর স্বাভাবিক অর্থ খারাপ হলেও এ লেখার মধ্যদিয়ে লেখকের দেশ-প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। আর একটু কিয়ার করি, ভাল একটা খারাপ ছবি দেখলাম। এই বাক্যে "ভাল" মানে কিন্তু ভাল না।
এবার আসা যাক সেই অপ্রত্যাসিত জামাত প্রসঙ্গ যে জন্য আমাকে এ কথা শুনতে ও বলতে হচ্ছে। আমার বক্তব্য সব সময়ের মতই জলবৎ তরলব-একেবারে সোজা, আপনার মাথা থাকলে ব্যাথা থাকতেই পারে, তাই বলে আপনি আপনার মাথা কেটে ফেলতে পারেন না।
আর একটু বলি, আমার এক প্রিয় মানুষের নাম আব্দুল্লা আবু সাইদ। "আলোকিত মানুষ চাই" নামে তার এক আন্দোলন আছে। একবার কেউ একজন তাকে প্রশ্ন করেছিল,- আপনি আলোকিত মানুষ চাই নামে আন্দোলন করছেন।
কোন আলোকিত মানুষ খুঁজে পেয়েছেন কি? এবার উত্তর শুনুন, "আলোকিত মানুষ চাই এক স্বপ্নের নাম। তকে খুঁজে পাওয়া যায় না, আবিষ্কার করতে হয়"।
সুতরাং, এ কথা বলার অপো রাখেনা যে সবার মধ্যেই ভাল মন্দ আছে। প্রত্যেকের হৃদয়েই শয়তান ও স্রষ্টার বাস। আমাদেরকে সেই স্রষ্টাকে আবিষ্কার করতে হবে।
আসুন আমরা সকল দল মত নির্বিশেষে জাতীয় ও মানবিক স্বার্থে " আলোকিত মানুষ চাই" আন্দোলনে শরীক হই। কোন নির্দিষ্ট ব্যাক্তি বা গোষ্টীর প্রতিঘৃণা পোষণ করার মত নোংড়া কাজ থেকে বিরত থাকি। সাথে সাথে মনে রাখি অন্যায়কারীকে নয়, অন্যায়কে আমরা ঘৃণা করব।
আমার বক্তব্য কখনোই কট্টর ছিল না, তার পেছনে ছিল যুক্তি, ছিল নিরপেতা। কিন্তু তাল গাছের দাবি যারা কখনোই ছাড়ে না তাদেও কাছে সকল যুক্তিই ম্লান হয়ে যায়।
তারপরও আমি আশা ছাড়ি নি। কারণ আমি জানি আঁধারের পরই আলো আসে, আসবেই, এ যে প্রাকৃতিক সত্য। আর প্রকৃতি কখনোই ভুল করে না। এ আমার দৃঢ বিশ্বস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।