ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
পথের শেষে পথের দেখা
পাবে তুমি যেদিন,
দু'চোখ মেলে এই আমাকে
নিও খুঁজে সেদিন।
সেদিন শুধু সেই নামেতে
একটু আমায় ডেকো,
একটা দৌড়ে আসব ছুটে
কাছে তোমার রেখো।
ভুল করে হলেও ওগো
ডাকটি তুমি দিও,
ভুলের রেশে না হয় হেসে
আপন করে নিও।
স্বপ্ন দেখি কতই আমি
জানিনা হবে পূরণ,
আমার জন্য অপেক্ষাতে
শুধুই আছে মরণ।
তবুওতো অবুঝ মন
মানেনা কোন বাঁধা,
স্বপ্ন দেখে জীবন হল
শূণ্য গোলক ধাঁধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।