আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত হলো বইমেলা ও ভালোবাসা দিবসের ই-সংকলন "সৃজন"-২য় সংখ্যা

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম প্রিয় স্বজন, আপনারা নিশ্চই দেখতে পাচ্ছেন চারপাশে ইতিমধ্যেই বইমেলা আর ভালোবাসা দিবসের আনন্দের রেশ ছড়াতে শুরু করেছে। আমরাও তাই বসে নেই। সৃজনের ২য় সংখ্যায় আপনাদের পাঠানো লেখায় পরিপূর্ণ হয়ে গেছে ই সংকলন “সৃজন” আর এই ই-বুকটি প্রকাশ করেছে শব্দপ্রকাশ। ২৩৪ পৃষ্টার ই-বুক। যেখানে লিখেছেন বিভিন্ন ব্লগ, ফেসবুক, ফোরাম থেকে ৬৮ জন কবি/ লেখক। এতে রয়েছে গল্প/কবিতা, স্মৃতিকথা, আত্নকথন সহ বিভিন্ন লেখা। আপনার প্রিয় কবি/ ব্লগারের মনের মাধুরী মেশানো লেখা আপনাকে ডাকছে,.............. পিডিএফ আকারের এই ফাইলটি ধীরে ধীরে একটু একটু করে পড়ে নিন। আর ই বুকে লিখতে চাইলে কিংবা ইবুক সংক্রান্ত যে কোন মতামতের জন্য ভিজিট করুন ফেসবুকের এই পৃষ্টায় শব্দপ্রকাশ Click This Link ----------------------------------------------------------------------- এবার নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ই- সংকলন “সৃজন ২য় সংখ্যা” তারপর পড়তে থাকুন….. সংকলন “সৃজন” ই-বুক সৃজন ২য় সংখ্যা http://www.mediafire.com/?0p063aibz8lh23x সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ধ ন্য বা দ সামহোয়ারইন ব্লগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.