আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম মাউন্টেন বাইকিং

ছোট বেলায় নিজের একটা বাইসাইকেলের শখ কার না ছিল। মনে আছে ক্লাস সিক্সে থাকতে বাবার ভাড়া করে দেয়া সাইকেলে হাত পা কেটে সাইকেল চালানো শিখেছিলাম। বড় হয়ে বিদেশে আসার পরে আবার শখটা মাথা চাড়া দিয়েছে, তবে এবার মাউন্টেন বাইকের। তো অনেক দিনের শখ পূরন করে একটা মনের মত ফুল সাসপেনশন বাইক কিনলাম বিশ্ববিখ্যাত ফরাসী নির্মতার লাপিয়েরের। লাপিয়েরের ৬০ বছরে ঐতিহ্য আর নতুন ফক্স টেকনোলজিতে বাইকটি সেরা ট্রেইল বাইকের মর্যাদা পেয়েছে গত বছর।

আর পাহারের নানারকম বাধা বিপত্তি ট্যাকেল করার জন্য রয়েছে সামনে ছয় ইঞ্চি এবং পিছনে ৮ ইঞ্চি সাসপেনশন। সবচেয়ে দারুন হচ্ছে বাইকটি ওজন মাত্র ১২.৮ কেজি। বাইকের দামের কথা বলব না, কারন শখের তোলা ৮০ টাকা। তাছাড়া দাম শুনলে আপনারা বলবেন হোন্ডা কিনলেই তো হত। যাই হোকনা কেন বাইকটাকে যে কোন মূল্যে দেশে নিয়ে এসে বান্দরবান আর রাঙ্গামাটিতে কিছু মাউন্টেন বাইকিং করতে হবে এটাই লক্ষ্য।

বাইকের কিছু ছবি দিলাম। মডেল: Lapierre Zesty 314 (2012 Model) এই বাইকের কিছু এ্যাকশন ভিডিও যা দেখলে আপনারও মাউন্টেন বাইক চালাতে ইচ্ছে করবে। My bike video ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.