আমাদের কথা খুঁজে নিন

   

মাউন্টেন বাইকিং ইন বাংলাদেশ

::::: দেখবো এবার জগতটাকে :::::

ভিডিওটা প্রায় একবছর আগে দেখেছিলাম ইউটিউবে। মনে হয় অনেকেই দেখেছেন। যারা দেখেন নি তাদের জন্যে। ভিডিও ক্লিপিংস গুলোর ডিরেক্টর আমাদের সামহোয়ার ইন ব্লগের অতিপরিচিত মুনতাসির ভাই। বাংলাদেশে মাউন্টেনিয়ারিং শখ হিসাবে খুব কম মানুষ বেছে নেয়।

বাংলাদেশী মাউন্টেনিয়ারদের মাঝে শীর্ষ স্থানীয় একজন। ভিডিওতে টপ অফ বাংলাদেশ বললেও এখানে উনারা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সাকা হাফলং (ক্ল্যান ময়) নয় কেওকারাডং পর্বত মাউন্টেন বাইকে ওঠা দেখিয়েছেন। যারা কেওকারাডং আগে গেছেন তারা নষ্টালজিক হবেন। আর যারা বাংলাদেশের অসামান্য এই স্পটটা আজও দেখেননি তাদের বলবো ক্যামেরায় পাহাড়ের ঢা; গুলো সঠিক ভাবে নেয়া প্রায় অসম্ভব। ভিডিওর চেয়ে অনেক বেশী দুর্গম।

বিশেষ করে রুমা বাজার হয়ে মুংলাই পাড়া (ভিডিও দেখে মনে হলো তারা বগা লেক গেছেন ঝিরির পথ নয় গাড়ির রাস্তা দিয়ে) থেকে জুম ঘরের রাস্তায় এবং বগা লেকে ঢোকার ঢাল গুলো প্রচন্ড রকমের খাড়া। আর বগা লেকে সিয়াম দিদির (স্থানীয় স্কুল টিচার সিয়াম বম) কটেজ থেকে কেওকারাডং যাবার ট্রেইল দেখলে প্রায় সময় নিরেট পাহাড়ের দেয়াল মনে হয়। যদি কেওকারাডং আগে না যান তাহলে নিজের চোখে গিয়ে দেখে আসুন। বড়দিন উপলক্ষে পাহাড়ে এখন সাজ সাজ রব। অভিযানটা চালিয়েছে কেওকারাডং ক্লাব।

কেওকারাডং ট্রেইলে মাউন্টেন বাইকিং করার মত রোমাঞ্চকর দুঃসাহস দেখানোর জন্যে তাদেরকে অভিনন্দন ভিডিও এটাচ হইলো কিনা বুঝলাম না। দেখতে না পাইলে এইখানে ক্লিকানঃ http://www.youtube.com/watch?v=6th_cbUgTf0

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.