আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ভুলে গেলে

আপাতত ঘুরপাক খাচ্ছি! তুমি ভুলে গেলে যা হয় ধূলো জুড়ে জুড়ে পাহাড় হয় আঙ্গুলের ফুটোয় গর্ত হয় ফণা তুলে কাল নাগিনী তেড়ে আসে বুকের এপার ওপার দুঃখ কষ্টে করে সারাৎসার। তুমি ভুলে গেলে যা হয় পূবের মেঘ পশ্চিমে যায় সূর্য মধ্য গগনে তেতে আসে রোদের হলকায় কন্ঠ ওষ্ঠ পুড়ে যায়। কালো রাত ঠেলে একটা একটা দরজা খুলে যায় রুদ্রমূর্তি দানো আসে খাবলে খায় রক্ত মাংস হাড় ও পাজর। তুমি ভুলে গেলে যা হয় একে একে ঝড় আসে টর্নেডো আসে ধূলো উড়ে যায় দখিণ আকাশে শূন্যতা বিরাজ করে সবুজ ঘাসে। ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.