মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...
নির্জনতা আমায় ঘিরে মুখর হয়ে ওঠে
জেদের বশে অন্ধ আমি কেঁদে উঠি কখনও
ইচ্ছেমতন মিথ্যে বলার স্বাধীনতা হারিয়ে...
বুঝতে তবু চাইনা কভু সৃষ্টির গূঢ় অর্থ
ঝিনুক-বেলায় রত্ন খোঁজার, অজ্ঞানতার তত্ত্ব;
নাচবে জানি জাগতিক সব ভ্রমরের দল - মধুর পীড়ায়
ইন্ধন যুগিয়ে যায় আমায় সহস্রাব্দের ক্রন্দসীরা।।
পর সমাচার:
সবসময় সহজ-সরল কবিতা লিখে অভ্যস্ত আমি ('যা দেখি তাই লিখি' টাইপ)... কিন্তু হঠাৎ খুব ইচ্ছে হল আধুনিক একটা কবিতা লিখতে; যা আজকাল সবাই লিখে, কেউ হ্য়তো বোঝে, আর বাকিরা আমার মত বোঝার ভাণ করে...
পুরোপুরি অর্থহীন কিছু লিখে ভেবেছিলাম, দেখি কেউ কিছু মন্তব্য করে কিনা; কিন্তু শেষ পর্যন্ত একটু মজা করার লোভ সামলাতে পারলাম না। তাই কবিতার অর্থটা কবিতার মাঝেই লুকিয়ে রাখলাম-ধাঁধার মত। যে কেউ একটু খেয়াল করলেই ধরে ফেলবে...খুব সহজ একটা coding করেছি।
যে সব পাঠক অনর্থক আমার কবিতা পড়ে বিরক্ত হয়ে উঠেছেন, তাদের জন্য এটা একটা বোনাস বলতে পারেন... কবিতা'র মাঝে খেলা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।