আমাদের কথা খুঁজে নিন

   

নৌবাহিনী পেল অত্যাধুনিক উড়োজাহাজ

সোমবার বেলা সাড়ে ১১ টায় কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাটিতে জার্মানির তৈরি ‘ডনিয়ার ২২৮ এনজি পেট্রোল এয়ারক্রাফট’ উড়োজাহাজটি অবতরণ করে।
উড়োজাহাজটি একটানা ১০ ঘণ্টা আকাশে উড়তে পারে এবং অতিক্রম করতে পারে দুই হাজার কিলোমিটারের বেশি পথ।
নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব কুর্মিটোলায় সাংবাদিকদের বলেন, এই প্রথম নৌবাহিনীর সঙ্গে একটি উড়োজাহাজ সংযুক্ত হলো।
এর সাহায্যে সমুদ্র সীমায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লক সমূহ অধিক নজরদারিতে রাখা যাবে। সেই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণের মাধ্যমে এটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, এক মাসের মধ্যে আরো একটি এয়ারক্রাফট আসবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.