আমার আমি কে খুঁজি
অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সবাই এখন আলোকিত, স্যাটেলাইট মিডিয়া এখন মানুষের হাতের মুঠোয়।
*** এক সময় মানুষ নিজের পিঠে পাখা লাগিয়ে পাখির মতন উড়তে চাইত, চাইত আকাশ ছুঁতে, আর এখন কল্পনা জল্পনা করছে সেই আকাশে বসত গড়তে।
*** সৃষ্টির উৎস খুজতে খুজতে আজ এরা শেষ পর্যায়, এদের ধ্বংশ কুপ এরাই খনন করছে প্রতি মুহূর্তে।
*** অজ্ঞান অচেতন ভাবে কাটছে প্রতিটি মুহূর্ত সকলের , নিজেদের কেই চেনার সময় নেই।
*** শুন্যে থেকে বিস্তর বিস্তর থেকে শুন্য মানলেও কর্মে তার কোন ছাপ নেই।
*** অতিব বিপদে পড়লে করে এক আল্লাহকে স্মরন, বিপদ চলে গেলে তাকে ও ভুলে বসে থাকে সর্বসারাক্ষন।
*** সুযোগ পেলে ভোলেনা নিজের স্বার্থ হাসিলের মন্ত্র
*** শান্তির নামে অশান্তির বিরাজ করে সর্বসারাক্ষন
*** শেষই কাম্য শান্তিই ধর্ম ***
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।