আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অস্বাভাবিক তথ্য পর্ব ৩

সত্য কথা বলি, সৎ পথে চলি......বুদ্ধি ও যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দোহসোহ গ্রামে ভালোবাসা নিয়ে বিরোধের সুত্র ধরে একটি ছেলে এবং একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। । ঘটনাটি পৃথক পৃথকভাবে ঘটেছিলো। । আগে মারা যায় মেয়েটি, এরপর ছেলেটি ফাঁস নেয়।

। ঘটনাটির ২ মাস পরে স্থানীয় এক কৃষক সুলতান কবির টিপু তার বাড়ির বাগানে একটি মেয়ে এবং ছেলেকে বসে থাকতে দেখেন। । তাদের দুইজনের পড়নেই ছিল সাদা কাপড়। ।

এই সময় চোর মনে করে নিজের স্ত্রীকে ডেকে নিয়ে তিনি তাদের ধরতে গেলে দেখেন, ছেলে মেয়ে দুটোর চেহারা হুবুহু ঐ দুটো ছেলে মেয়ের মতো। । তারচেয়ে আশ্চর্যের বিষয়, উনাদের দুইজনের উপস্থিতিতে সেই ছেলে-মেয়ে দুটো চোখের সামনে গায়েব হয়ে যায়। । এরপরের ঘটনা আরো ভয়াবহ।

। রাতে গ্রামের বাজার থেকে দলবল মিলে ফিরছিলেন একদল দোকানি। । পথিমধ্যে একটি পুরানো বট গাছ পড়ে। ।

লোকসংখ্যা বেশি হওয়ায় তারা কোনো ভয় ডর ছাড়াই পথ চলছিলেন। । হটাত তাদের মাঝে একজন লক্ষ্য করেন গাছে দুটো ফাঁস দেয় লাশ ঝুলছে। । দুটোর পড়নেই সাদা কাপড়।

। দেহের গঠন দেখে বুঝা যাচ্ছিল, একজন ছেলে এবং একজন মেয়ে। । তারা সবাই সেই গাছের নিচেই অবস্থান করার সিদ্ধান্ত নেন দিনের আলো ফোটার জন্য। ।

কিন্তু, মিনিট বিশেক পর সেই ঝুলন্ত দেহগুলোর একটাও চোখে পড়ে না। । গায়েব হয়ে যায় প্রায় ১০-১২ জন লোকের চোখের সামনেই। । http://www.bhooterblog.com থেকে সংগৃহিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।